এই মাত্র পাওয়া :

শিরোনাম: সারা দেশের ন্যায় নানা আয়োজনে বান্দরবানেও শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ বিনির্মানে ক্রীড়ার ভূমিকা অনন্যঃ লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি মায়ানমার থেকে বাংলাদেশে আরও ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা ব্যবসায়ীর টাকা ছিনতাইঃ পুলিশী তৎপরতায় গ্রেফতার হলো ছিনতাইকারী সন্তানসহ চট্রগ্রামে গ্রেফতার হলেন আজিজনগরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান জসিম রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার,আটক ৩ বান্দরবানে শুরু হলো তিনদিনব্যাপী জন্মাষ্টমী উৎসব উদযাপন বান্দরবান জেলা শহরে ব্যবসায়ীর টাকা ছিনতাই

সারা দেশের ন্যায় নানা আয়োজনে বান্দরবানেও শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৯ আগস্ট, ২০২৫ ৩:১৪ : পূর্বাহ্ণ 12 Views

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সোমবার (১৮ আগষ্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের লেকে গিয়ে অবস্থান করে এবং সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে অতিথিরা মৎস্য পোনা অবমুক্ত করেন।পরে পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজন করা হয় এক উদ্বোধন অনুষ্ঠান,আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক কমিটির আহবায়ক খামলাই ম্রো এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম এম শাহনেয়াজ,জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা,সাংবাদিক এবং মৎস্য চাষী,উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন মৎস্য চাষীরা বান্দরবানের মৎস্যখাতে আরো সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন জানান।সভায় জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বলেন,মৎস্য সম্পদ সম্প্রসারণ,সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে জনগণের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও ১৮ আগষ্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হবে আর এই জাতীয় মৎস্য সপ্তাহ এর মাধ্যমে মৎস্য চাষে আগ্রহ হবে আরো অধিক চাষী।এসময় বক্তারা বলেন,বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।মৎস্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী,২০২৩-২৪ অর্থ বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৭.৮২ লক্ষ মেট্রিক টন আর মাছ উৎপাদন হয়েছে ৫০.১৮ লক্ষ মেট্রিক টন।শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় এই মাছ। ১৯৮৩-৮৪ অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন।৪০ বছরের ব্যবধানে ২০২৩-২৪ অর্থ বছরে এই উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ দশমিক ১৮ লাখ মেট্রিক টন। অর্থাৎ এই সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ছয় গুণ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান জেলার ৭টি উপজেলা থেকে বাছাইকৃত ৬জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল মৎস্য চাষী হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!