

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী উৎসব’ শুরু হয়েছে।শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম),অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) এস,এম,হাসান।
এরপর পর বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠ হতে এক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে উৎসব অঙ্গণে গিয়ে শেষ হয়।জন্মাষ্টমী উৎসবের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস,এম,হাসান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে,বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির আহবায়ক নিখিল কান্তি দাশ,সদস্য সচিব আনন্দ দাশ,জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি রিটল বিশ্বাস,সাধারন সম্পাদক অলক ধর প্রমুখ।পরে শোভাযাত্রার বিশেষ সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল বিশ্বাস জানান, বান্দরবানবাসীকে সুন্দর জন্মাষ্টমী উৎসব উপহার দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।আশা করি প্রতিবারের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব সম্পন্ন হবে।জন্মাষ্টমী উৎসব অঙ্গণে ১৬ আগস্ট মহাপ্রসাদ বিতরণ, তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞসহ দিনব্যাপী অনুষ্ঠান এবং ১৭ আগস্ট ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ উৎসবের সমাপ্তি হবে।