

বান্দরবানের স্থানীয় ভোক্তাদের মন জয়ে যাত্রা করলো সুপার শপ দুবাই জোন।বান্দরবান জেলা শহরের প্রানকেন্দ্র জেলা প্রশাসক কার্যালয়ের অভিমূখে অবস্থিত এই সুপার শপটির এক ছাদের নিচেই মিলবে বাহারি সব পণ্য।থরে থরে সাজানো গুছানো সুপার শপটিতে বিস্কিট,চকলেট,বিভিন্ন রকমের কসমেটিক্স সামগ্রীসহ শতাধিক পণ্যের সমাহার রয়েছে।গেলো রবিবার (১০ আগস্ট) সুপার শপটির অন্যতম সত্বাধিকারী মো.শহিদুল আলম এর সার্বিক তত্বাবধানে সুপারশপটি উদ্বোধন অনুষ্ঠিত হয়।বান্দরবান বাজার দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ আজিজুল হক ফিতা কেটে সুপার শপটির শুভ উদ্বোধন করেন।এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং দুবাই সুপার শপ এর নবযাত্রা কে স্বাগত জানান।উদ্বোধন শেষে দুবাই জোন এর অন্যতম স্বত্বাধিকারী শহিদুল আলম বলেন,এই সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো স্থানীয় ভোক্তাদের জন্য একই ছাদের নিচে সকল ধরণের মানসম্মত পণ্য নিশ্চিত করা।স্থানীয় ক্রেতারা যাতে পছন্দ মতো পণ্য এখানকার সুন্দর পরিবেশে ক্রয় করতে পারে।এছাড়াও বান্দরবান একটি পর্যটন এলাকা।পর্যটকরা অনেক সময় মানসম্মত পণ্য একই ছাদের নিচে না পেয়ে ছুটোছুটি করতে হয়।এতে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয়ে হিমশিম খেতে হয়।পর্যটকদের এমন চাহিদা বিবেচনায় নিয়ে দুবাই জোন মানসম্মত পণ্য বিক্রয়ে ভূমিকা রাখবে। গ্রাহককে নির্ভেজাল পন্য তুলে দেওয়ার অঙ্গিকার নিয়েই দুবাই জোন যাত্রা শুরু করলো।এসময় শহিদুল আলম আরও বলেন,আশা করছি আমরা গ্রাহকের কাছে থেকে সর্বোচ্চ সাড়া পাবো।দুবাই জোন এর নবযাত্রায় সকলের সহযোগিতা কামনা করি।স্থানীয়রা বলছে,সুপার শপ “দুবাই জোন” গ্রাহকের কাছে সেবার মানসিকতা নিয়ে ব্যাবসা পরিচালনা করবে।গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন।