

বান্দরবান জেলা বিএনপির অধীনস্ত সকল উপজেলা, পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলার আহবায়ক সাচিংপ্রু জেরী ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বান্দরবান জেলা বিএনপি’র অধীনস্ত সকল উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হইল।জেলা বিএনপি সুত্রে জানা যায়,দ্রুত সময়ে বান্দরবানে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে বান্দরবানের ৭ উপজেলা,২ পৌরসভা,৩৪ ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।এর আগে সোমবার (২১ জুলাই) হোটেল ডিমোর কনভেনশন হলরুম এ বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বান্দরবানের সাত উপজেলা,দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় বিএনপির সদস্য ফরম পূরন ও নবায়ন কর্মসূচী ২০২৫ এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং,বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহসাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হারুন-অ রশিদ হারুন,জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়াও নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।