

পার্বত্য চট্টগ্রামে আর্থ সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবস্থার উন্নয়নের জন্য শান্তি প্রতিষ্ঠা খুবই জরুরি।বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক এবং সবার সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করে যাচ্ছে।রবিবার (২০ জুলাই) সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপকারভোগীদের মাঝে বিভিন্ন গাছের চারা,গবাদি পশু সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদুর হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সু প্রদীপ চাকমা,বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী মো.নজরুল ইসলাম প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের ন্যাস্ত বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার উপকারভুগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের আত্মসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।