

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে ‘বান্দরবানস্থ আদিবাসী ছাত্র সমাজ’-এর ব্যানারে রাজার মাঠ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি শহরের মধ্যম পাড়া,উজানি পাড়া ও ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণকারীদের কঠোর শাস্তি নিশ্চিত না করায় পাহাড়ে এমন জঘন্য অপরাধ বেড়েই চলেছে।বিচারহীনতার সংস্কৃতির সুযোগে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।বক্তারা অবিলম্বে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং পাহাড়ে নারীর প্রতি সহিংসতা রোধে রাষ্ট্রীয় পদক্ষেপ জোরদারের আহ্বান জানান।আদিবাসী নেত্রী বিটন তঞ্চঙ্গ্যা ও তনয়া ম্রো বলেন, ‘কিছুদিন আগেই বান্দরবানের রোয়াংছড়ির চিংম্রা খেয়াং-এর ধর্ষণের ঘটনার প্রতিবাদ করেছি। আজ আবার নতুন ঘটনা। প্রতিবার প্রতিবাদ যেন পাহাড়িদের রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে।’ তারা আরও বলেন, ‘ধর্ষণে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হলেও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কোনো অনুশোচনা দেখা যায় না- তারা যেন বিজয়ের হাসি হাসছে।’ সমাবেশে আরও বক্তব্য রাখেন উবাথোয়াই মার্মা,গোগাং ত্রিপুরা ও একস্ট্রি বম।এছাড়া উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি উলিসিং মার্মা,পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি উশৈহ্লা মার্মা এবং বিভিন্ন সম্প্রদায়ের ছাত্র নেতৃবৃন্দ।