বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী


তৌহিদুল ইসলাম, সদর উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় :৯ জুলাই, ২০২৫ ২:৩৬ : পূর্বাহ্ণ 790 Views

পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত একই গ্রেডের কর্মচারীদের পদান্নোতি হলেও এখনো পর্যন্ত আমাদের গ্রেড পরিবর্তন করা হয়নি।যা অত্যন্ত দুঃখজনক,আমাদের সাথে বৈষম্য করা হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে ছয় দফা দাবীতে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচীতে এমনটাই মন্তব্য করেন আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীরা।মঙ্গলবার (৮ জুলাই) সকালে বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীদের এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন,বান্দরবান জেলা শাখার উদ্যাগে আয়োজিত অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন,১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচীর মাধ্যমে দূর্গম পাহাড়ী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি।কিন্তু দুঃখের বিষয় সেই থেকে অদ্যাবধি পর্যন্ত ১৬তম গ্রেডে চাকরি করে আসছি।কিন্তু পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত একই গ্রেডের কর্মচারীদের পদান্নোতি হলেও এখনো পর্যন্ত আমাদের গ্রেড পরিবর্তন করা হয়নি।যা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের সাথে বৈষম্য করা হয়েছে।তাই পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেডে উনীতকরণের পাশাপাশি কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান তারা।কর্মসূচীতে বাংলাদশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন,বান্দরবান জেলা শাখার আহবায়ক রমিজ উদ্দিন,সদস্য সচিব উখ্যসিং খেয়াং,সদস্য সুজলা চাকমা,সৈয়দ খালিদ মাহমুদ বক্তব্য রাখেন এবং শতাধিক স্বাস্থ্য কর্মী কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর