এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপূজা আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি বান্দরবানে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনা জোনের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন র‍্যাব-১৫ এর নবাগত কোম্পানী কমান্ডার মেজর মো.নাজমুল ইসলাম নানা আনুষ্ঠানিকতায় চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা করলো জেলা পুলিশ বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২৫ এর চ্যাম্পিয়ন আলীকদম উপজেলা

বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ জুন, ২০২৫ ২:৩২ : অপরাহ্ণ 734 Views

পরিবেশ দূষণ রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক,রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে।পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে গাছ লাগাতে হবে এবং অন্যদেরও গাছ লাগাতে উদ্ভুদ্ধ করতে হবে।বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। “প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময়” এই স্লোগান কে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।দিবসটি উপলক্ষে বুধবার (২৫শে জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়,র‍্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এশে শেষ হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ের অভ্যন্তরে গাছের চারা রোপন করেন শামীম আরা রিনি।এছড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ,বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মঞ্জুরুল হক,পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ে সহকারী পরিচালক মো.রেজাউল করিম,বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশননার বৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,স্কুল ও কলেজের শিক্ষার্থী বৃন্দ।আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!