এই মাত্র পাওয়া :

বান্দরবানের স্থানীয় উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করলেন পার্বত্য উপদেষ্টা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২৫ ১২:১৯ : পূর্বাহ্ণ 307 Views

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন,উদ্যোক্তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা আর তাদের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করতে হবে।রোববার (৬ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এসময় উপদেষ্টা আরো বলেন,আমাদের সমাজের সবাইকে নিয়ে চিন্তা করতে হবে,কে কোন জাতি তা মুখ্য নয়,সবাই মানুষ আর মানুষের জন্য আমাদের কাজ করতে হবে।পাহাড়ের পানি সংকট দুরীকরণে প্রচুর পরিমানে বাঁশ লাগানোর জন্য উপদেষ্টা সকলের প্রতি আহবান জানান এবং বৃক্ষ নিধনরোধ করে পাহাড়ে পানির সমস্যা সমাধানে পার্বত্য জেলা পরিষদকে আরো অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সমাজের সকল স্তরে উন্নয়ন পৌঁছে দেয়া এবং সকলের মানসম্মত জীবনধারণ ও সঠিকভাবে মৌলিক চাহিদাগুলো পূরন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান।

নিজের ভাগ্য উন্নয়নে পরনির্ভরশীলতা ছেড়ে উদ্যোক্তা হিসেবে কাজ করে সমাজে প্রতিষ্ঠিত হতে এসময় উপদেষ্টা তরুণ প্রজন্মকে আহবান জানান এবং সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন।

এসময় সভায় উদ্যোক্তারা পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ, দ্রব্যমুলোর দাম নিয়ন্ত্রণে রাখা, সহজ শর্তে ব্যাংক লোন পেতে সরকারের কাছে আহবান জানান।

মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কমর্র্কতা এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মতবিনিময় সভার আগে পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গনে জেলার বিভিন্ন জাতিগোষ্টী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে পাহাড়ের বিভিন্ন পোষাক, ব্যাগ,অলংকার ও হাতের তৈরি চিপস এবং মাসরুমসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বসা কয়েকটি স্টল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও অতিথিরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর