আলীকদমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন জেলা পরিষদ চেয়ারম্যান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৩ জানুয়ারি, ২০২৫ ৫:৩৬ : অপরাহ্ণ 461 Views

আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা এগারোটায় উপজেলা পরিষদের হল রুমে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এর আগে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন।এছাড়াও সেন্ট মেরিস’স স্কুল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।দুপুর দুইটার সময় তিনি ‘পর্বত’ সংগঠনের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

মতবিনিময় সভায় বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা নবপ্রতিষ্ঠিত আলীকদম কলেজ ও প্রেসক্লাবের উন্নয়ন,সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূরিকরণ,মাদক ও মানব পাচার রোধ,বাজারের ময়লা অব্যবস্থাপনা নিরসন ও চৌধুরীর অপসারণ এবং পর্যটনখাতের বিকাশে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু মার্মা,খুরশিদা ইসহাক,এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা,এ্যাডভোকেট মাধবী মার্মা,সাইফুল ইসলাম রিমন,থানার অফিসার ইনচার্জ মীর্জা জহির উদ্দীন ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা।

এছাড়াও স্থানীয়দের মধ্যে বিভিন্ন মতামত ও দাবী তুলে ধরে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তপাদার,আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ,ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, অংহ্লাচিং মার্মা হেডম্যান,ছাত্র প্রতিনিধি রিয়াজুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই আলীকদম কলেজ,প্রেসক্লাবের উন্নয়ন ও বাজারের অব্যবস্থাপনা নিরসনের পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।এছাড়াও প্রত্যেক প্রতিষ্ঠান ও সংগঠনের কোনো দাবী দাওয়া থাকলে লিখিতভাবে পরিষদে পেশ করা আহ্বান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর