শিরোনাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট বান্দরবানে আলেম সমাজের সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সেনা জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তাঃ সুস্থ হয়ে ফিরছে ১১ বছরের জিংক থান ময় বম

ফেসবুক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে সিএইচটি টাইমস ডটকম সম্পাদক এর খোলা চিঠি


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০১৭ ১২:৪৩ : পূর্বাহ্ণ 3372 Views

প্রিয় ফেসবুক ও সিএইচটি টাইমস ডটকম পাঠক শুভানুধ্যায়ী বন্ধুরা,শুরুতে সালাম/নমস্কার/আদাব নিবেন।আজকে আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হ্নদয় নিয়ে আমার ওয়ালে থাকা ফেসবুক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে,আমাদের পারিবারিক ঐতিহ্য এবং বান্দরবান থেকে প্রকাশিত ওয়েবসাইট সিএইচটি টাইমস ডটকম এর পারফরমেন্স এর কারণে দুষ্টু প্রকৃতির কিছু লোকজন আমার ছবি দিয়ে আইডি খুলে বিভিন্ন মানুষজনকে বিভ্রান্তিকর এসএমএস পাঠাচ্ছে,এসব আইডির কোনও টা তে আমার ছবি আছে নাম সহকারে আবার কোনও টাতে আমার ছবি নাই কিন্তু আমি সেজে বিভিন্ন নারীদের সঙ্গে ইনবক্সে এসএমএস করে আমার সম্পর্কে উল্টাপাল্টা তথ্য পাঠিয়ে আমাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করছে।রাজনৈতিক কারণে বান্দরবানের একটি বিশেষ গোষ্ঠী আমাকে বিপদে ফেলতে এইসব কাজে পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে বলে আমি জানতে পেরেছি।সবচেয়ে বড় বিষয় আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে আমি ফেইক আইডি ব্যাবহার করা পছন্দ করি না এবং এটা কেউ করলে তাকে সমর্থনও করিনা।আমি স্পষ্ট করে বলছি আমার একটাই আইডি আছে,lutfur Uzzal নামে আছে সামাজিক এবং পারিবারিক আত্মীয়স্বজন এরসঙ্গে যোগাযোগ রক্ষায় খুলেছি,তারমানে এই দুই আইডি ছাড়া বেনামী যে আইডি গুলো আছে তারা নিশ্চয়ই আমার ক্ষতি করার জন্য ওইসব করছে।এমনকি কি তাঁরা আমার ব্যাক্তিগত কলেজ জীবনের কিছু অতীত ঘটনা নিয়েও আমার সাথে চেনাজানা ছিলো তেমন মেয়ে মানুষকে ফেসবুকের ইনবক্সে এসএমএস করে আমার সম্পর্কে আজেবাজে তথ্য পাঠাচ্ছে।দয়াকরে আপনারা কেউ যদি এই রকম বিভ্রান্তিকর কোনও আইডি কিংবা ছদ্মবেশী আইডি থেকে আমার কথা বলে এসএমএস করে সাথে সাথে ওই আইডির লিংকটা সংগ্রহ করে আমার ইনবক্সে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর দয়াকরে কেউ ভুল তথ্য শুনে যাচাই না করে আমাকে ভুল বুঝবেন না প্লিজ।আমি আমার ছোটখাটো এই কর্মটা করে দিন পার করছি এরমধ্যেও যদি কেউ উল্টাপাল্টা কিছু করে তখন খারাপ লাগে,কষ্ট পাই so please আপনারা আমাকে সাহায্য করবেন ওইসব লোকজন কে ধরতে,আমি ঝামেলা চাইনা কিন্তু কেউ যদি গায়ে পরে ঝামেলা তৈরী করে তাহলে কিইবা বলার আছে।তবে পরিবার+সমাজ+ সংবাদ মাধ্যম এই তিনটি বিষয় মাথায় রেখে কোনও প্রকারের রাজনৈতিক বিষয়াদীতে নাক গলিয়ে নিজেকে আমি কোনও ধরনের বিতর্কে জড়িয়ে ফেলতে চাইনা,আপনারা বিষয়টা গুরত্বের সাথে বিবেচনায় নিবেন এই আশাবাদ ব্যাক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি/আমার জন্য দোয়া করবেন আমি যাতে এইসব ফাও ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি।সবাই ভালো থাকুন-সুস্থ থাকুন-নিরাপদে থাকুন।

লুৎফুর রহমান উজ্জ্বল (এডিটর),সিএইচটি টাইমস ডটকম,বান্দরবান পার্বত্য জেলা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!