বান্দরবানে থানচির দুর্গম বাকলাইতে সেনাবাহিনীর মানবিক সহায়তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২৪ ২:৪৫ : পূর্বাহ্ণ 73 Views

বান্দরবানের থানচিতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিনসহ শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনা রিজিয়ন।মঙ্গলবার (২ এপ্রিল) সকালে থানচি বাকলাইপাড়া সেনা ক্যাম্পে প্রধান অতিথি থেকে এসব সামগ্রী তুলে দেন সেনা রিজিয়নে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি,পিএসসি।

এসময় প্রধান অতিথির বক্তব্যকালে রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী প্রতিরক্ষার পাশাপাশি সব সময়ই হত দরিদ্র, অসহায় ও সমস্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদের সমস্যা দূর করতে নিরলস ভাবে চেষ্টা চালিয়ে আসছে।বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে সম্প্রীতি ও শান্তি সুনিশ্চিত করা।তাই জাতি-ধর্ম,পাহাড়ি-বাঙালী নির্বিশেষে সকল অসহায় মানুষের মাঝে এ ধরণের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

আমার দেশ-আমার প্রান এই প্রতিপাদ্য কে সামনে রেখে এদিন স্থানীয় হত দরিদ্র,অসহায় ও দুস্থ পাহাড়িদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাকলাইপাড়া বম সম্প্রদায়ের মাঝে ২টি সেলাই মেশিন এবং বাকলাইপাড়া,প্রাতাপারা ও বাসিরাম পাড়ার কোমলমতি শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী এবং দোলাচরণ,কংলাই ও কাইথন পাড়ার মুরং সম্প্রদায়ের শতাধিক পরিবারের খাদ্য ও দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন পিএসসি ও বাকলাই পাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!