এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে সেনাবাহিনীতে ৫১ জনকে অনারারি কমিশন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২৪ ৬:৫১ : অপরাহ্ণ 440 Views

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।সোমবার (২৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-অনারারি লেফটেন্যান্ট আলহাজ উদ্দিন,আর্মার্ড;অনারারি লেফটেন্যান্ট শাহীন মিয়া,আর্টিলারি;অনারারি লেফটেন্যান্ট আনোয়ার হোসেন,আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট সেলিম মিয়া,আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট শুকুর মাহমুদ, আর্টিলারি;অনারারি লেফটেন্যান্ট আমিনুল হক,ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট মাহবুবুল আলম,এসইউপি,ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট নিজাম উদ্দিন ভূইয়া,ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট শামসুল আবেদীন,সিগন্যালস,অনারারি লেফটেন্যান্ট আবদুল হালিম মৈশান,সিগন্যালস,অনারারি লেফটেন্যান্ট আবদুল কাদের,সিগন্যালস,অনারারি লেফটেন্যান্ট আব্দুল হাই,সিগন্যালস,অনারারি লেফটেন্যান্ট শাহজাহান আলী,সিগন্যালস, অনারারি লেফটেন্যান্ট হাবিবুর রহমান,ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট আহসান হাবীব,বীর; অনারারি লেফটেন্যান্ট দেলওয়ার হোসেন,বীর;অনারারি লেফটেন্যান্ট এনামুল হক,বীর;অনারারি লেফটেন্যান্ট নজরুল ইসলাম, বীর;অনারারি লেফটেন্যান্ট রফিকুল ইসলাম,বীর; অনারারি লেফটেন্যান্ট মো.শাহ্জাহান,বীর;অনারারি লেফটেন্যান্ট কবিরুল কাজী,বীর;অনারারি লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ ভূঁইয়া,এএসসি;অনারারি লেফটেন্যান্ট মো.আব্দুল্লাহ,এএসসি;অনারারি লেফটেন্যান্ট মনির উদ্দিন, অর্ডন্যান্স;অনারারি লেফটেন্যান্ট আবদুল আলীম হাওলাদার, সিএমপি;অনারারি লেফটেন্যান্ট জাকির হোসেন,এএমসি।

সেনাবাহিনীর ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন পেয়েছেন। কমিশনপ্রাপ্তরা হলেন— মাস্টার ওয়ারেন্ট অফিসার (অপারেটর) সৈয়দ মাহবুবুর রহমান,আর্মার্ড;মাস্টার ওয়ারেন্ট অফিসার (অপারেটর) মো. ছানোয়ার হোসেন,আর্মার্ড;মাস্টার ওয়ারেন্ট অফিসার (টিএ) মো. হাবিকুল ইসলাম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেশিনিস্ট) মো.হেলাল উদ্দিন,ইঞ্জিনিয়ার্স;মাস্টার ওয়ারেন্ট অফিসার (ইলেকট্রিশিয়ান) মো.জিয়াউর রহমান,ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো.আমিনুল ইসলাম,সিগন্যালস;মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আছাদুল করিম,সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুহাম্মদ রফিকুল ইসলাম খাঁন, ই বেংগল;মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. রুহুল আমিন,ই বেংগল;মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আব্দুল হালিম,ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মাসুদ করিম,ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.খোরসেদ আলম, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আফিয়ার রহমান, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ নাজমুল খান, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. নুরুল আজম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জাইদুল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ আব্দুল আহাদ, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. বাবুল আক্তার, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. দেলোয়ার হোসেন, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মোহা. আব্দুর রউফ, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো. আব্দুল লতিফ, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. আমিরুল ইসলাম, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) আব্দুল মালেক, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ মাইন উদ্দিন ভূঁইয়া, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এ্যান্সিলারি) মো. মোতালেব হোসেন, ইএমই;

উল্লেখ্য,সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৪ থেকে কার্যকর হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!