এই মাত্র পাওয়া :

স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গনঃ পুলিশ সুপার সৈকত শাহীনের উপহার পেলো কাবাডি খেলোয়াড়রা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪২ : পূর্বাহ্ণ 512 Views

বান্দরবানে পুলিশ সুপার সৈকত শাহীনের উপহার পেলো কাবাডি খেলোয়াড়রা।খেলাধুলার প্রতি খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে মহান বিজয় দিবস-২৩ এর চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে এই উপহার প্রদান করা হয়।রবিবার (২৫ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন উভয় দলের খেলোয়াড়দের হাতে স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন শীর্ষক সুভেনি উপহার হিসেবে তুলে দেন।প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবানের প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর ফাউন্ডার সংবাদ কর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল),উভয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।এসময় পুলিশ সুপার সৈকত শাহীন সকল খেলোয়াড় কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামীতেও খেলোয়াড়দের যেকোনও প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।তিনি বলেন,পড়াশোনা কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে একইসাথে খেলাধুলাও চালিয়ে যেতে হবে।তবে পড়াশোনাকেই প্রথম অবলম্বন হিসেবে বিবেচনায় রাখতে হবে।জীবনে বড় হতে হলে এবং একজন আদর্শবান মানুষ হতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম।একমাত্র খেলাধুলাই পারবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে এমনটাও উল্লেখ করেন পুলিশ সুপার সৈকত শাহীন।এবিষয়ে সংবাদকর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল) জানান,গত ২০ ডিসেম্বর রাজার মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বান্দরবান পৌরসভা দল এবং রানারআপ সদর উপজেলা দলকে স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন শীর্ষক সুভেনি তুলে দেয়া হয়েছে।বছরজুড়ে সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবান ট্রিবিউন ডটকম স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিজস্ব উদ্যোগে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ গ্রহন করেছে।এরই ধারাবাহুকতায় এসব জার্সি হস্তান্তর করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর