

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জেলা তথ্য অফিস,বান্দরবান এর উদ্যোগে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ জানুয়ারি) ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান।জেলা তথ্য অফিসার মিজানুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।এসময় ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর পক্ষে শিক্ষানুরাগী সদস্য ডা.এসকে বড়ুয়া,প্রধান শিক্ষক আব্দুর রহমান,সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা,মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিশু-কিশোরদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো.হারুন।এদিন মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।কুইজ প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস ১ম স্থান অধিকার করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা তথ্য অফিসার মো.মিজানুর রহমান ও অতিথিবৃন্দ।