বান্দরবানে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস-২৩ এর আলোচনা ও মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৯ : অপরাহ্ণ 92 Views

বান্দরবানে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মো.আমজাদ হোসেন।বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত সভায় অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মিজানুর রহমান বলেন,জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে মুক্তি পাগল বাংলার ছাত্র,শিক্ষক,বুদ্ধিজীবী,কৃষক, শ্রমিক,কামার,কুমার সবাই এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে। বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম বারের মত স্বাধীনতার স্বাদ গ্রহণ করে।তাই মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মূলত: ৭ মার্চের ভাষণেই বাঙালি সত্যিকার দিক-নির্দেশনা পেয়ে যায়। চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে বাঙালি। সভায় আলোচকরা বলেন,দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি।বিশ্ব মানচিত্রে আমাদের স্থান হয়েছে।আজকে দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে। বিভিন্ন দপ্তরে বড় বড় পর্যায়ে আমরা চাকরি করতে পেরেছি।দেশ স্বাধীন না হলে আমরা এপর্যায়ে আসতে পারতামনা।তাই আমাদের সকলকে মিলে এ স্বাধীনতা রক্ষায় কাজ করতে হবে

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!