বান্দরবান জেলা জুড়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২৩ ১২:০৭ : পূর্বাহ্ণ 89 Views

বান্দরবানে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পৃথক কয়েকটি টিম এসব অভিযান চালায়।এসময় চারটি ইটভাটায় দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদরের কুহালং ইউনিয়নে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ ও মিজানুর রহমান।

জরিমানা করা ইটভাটাগুলো হলো-ইট প্রস্তুত ও বনের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করার দায়ে এবিসি ব্রিকসকে ৬৫ হাজার টাকা,এমঅ্যান্ডবি ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং সুয়ালক ইউনিয়নের এএইচএন ব্রিকসকে ৫০ হাজার টাকা ও এআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা সর্বমোট দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় ইটভাটায় ব্যবহারের জন্য সংগ্রহ করা ২০০ মণ জ্বালানি কাঠ জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী,পরিদর্শক মো.নুরু উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মচারী,পুলিশ,র‌্যাবের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী জানান,বেআইনি ভাবে গড়া ওঠা প্রতিটি ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে।আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই দিন একই সময়ে পৃথক আরেকটি অভিযানে পি.বি.এম কে ৫০ হাজার টাকা এবং সুয়ালক এর আমতলী পাড়া’র কে.বি.এম ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার শেখ আব্দুল্লাহ আল মামুন।এছাড়াও রুমা উপজেলায় এবিএম ইটভাটা কে এক লাখ টাকা জরিমানা এবং সম্পুর্ন ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।টানা দুইদিন লামা উপজেলা এর ফাইতংসহ বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!