দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জেলা প্রশাসক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৮ : অপরাহ্ণ 170 Views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বান্দরবান এর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ আলম,জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন,সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস,সহকারি কমিশনার জাকিয়া সরওয়ার লিমা,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম (বাচ্চু),দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিলন চক্রবর্তী,প্রেসক্লাব সেক্রেটারি মিনারুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর একটি পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।নির্বাচনটি যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।এসময় জেলা প্রশাসক,বান্দরবান জেলা কে একটি সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করেন এবং শান্তিপুর্ন উৎসবমূখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি আরও বলেন,কোনও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেলে সাথে সাথে সেই ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।আর কেউ যদি নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করে এবং আইন ভঙ্গ করে যে বা যারাই করুক তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহন করবে।এসময় তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার আহবানও জানান।তিনি বলেন উভয় প্রার্থীকে প্রতীক বরাদ্দ চলাকালীন সময়ে এবিষয়ে সুস্পষ্টভাবে বেশকিছু আইনি বিধিবিধান সম্পর্কে জানানো হয়েছে।

এছাড়াও নির্বাচনী কার্যক্রমে সরাসরি যারা ভোট গ্রহন করবে তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।অতি দ্রুত সেই প্রশিক্ষণগুলো সম্পন্ন করার বিষয়টিও উল্লেখ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় নির্বাচনী সংবাদ সংগ্রহে ২৬ ডিসেম্বরের মধ্যে সাংবাদিকদের আবেদন পত্র জমা দিতে তিনি সকল সাংবাদিকদের আহবান জানান।এবার নির্বাচনী কাজে ১২টি হেলিকপ্টারের ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

উল্লেখ্য,তিন জন প্রার্থী এবারের নির্বাচনে বান্দরবান আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।পরে প্রত্যাহার করে নিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মং ঞে চৌধুরী।গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) তিনি রিটার্নিং অফিসারের কাছে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।এরফলে এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বীর বাহাদুর উশৈসিং ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির এটিএম শহিদুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।আসটিতে ১৮২ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৮৮ হাজার ৩০ জন।৭ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!