এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেনাবাহিনী সকল জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বদা পাশে আছেঃ ব্রিঃ জেনারেল গোলাম মহিউদ্দিন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ ডিসেম্বর, ২০২৩ ৩:২৩ : অপরাহ্ণ 548 Views

সেনাবাহিনী পার্বত্য বান্দরবানের সকল ধর্ম ও সকল সম্প্রদায়ের জনসাধারণের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ও সৌহার্দ্যপূর্ন পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।একই সাথে স্থানীয় সকল জাতিগোষ্ঠীর জনসাধারণকে একটি উন্নত এবং সমৃদ্ধশালী জীবনমান নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে এবং সফলতার সাথে বাস্তবায়ন করছে।বান্দরবান এর সকল ক্রেত্রের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বান্দরবানবাসীর পাশে থাকার চেষ্টা করে।আগামীতেও এই অগ্রযাত্রায় সেনাবাহিনীর কর্মতৎপরতা অব্যবহত থাকবে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) “আমার দেশ আমার অমার অহংকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক সহায়তা ও উপহারের বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।এসময় তিনি বলেন,আজকে আমরা যে সহায়তা দিচ্ছি এর সুফল যাতে প্রান্তিক পর্যায়ে পৌছে যায় এটাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যাশা।আগামীতেও এমন সহায়তা অব্যাহত থাকবে।

এদিন বান্দরবান সেনা রিজিয়ন ৫২ জন শিক্ষার্থীকে বই ও নগদ অর্থ সহায়তা তুলে দেয়।এসময় আসন্ন বড়দিন উপলক্ষে ১৮টি পাড়া ও সংস্থাকে ২ লাখ ৭০ হাজার টাকার অনুদান বিতরন করা হয়।এছাড়াও ৮জন ক্ষতিগ্রস্থ কে ঢেউটিন ও বিভিন্ন পণ্য সামগ্রী এবং ৭জন কে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।জানা যায়,গত কয়েকদিনে বিভিন্ন অনাথালয় ও এতিমখানায় ১৮৯ জন কে খাদ্য প্রদান করা হয়েছে।একই অনুষ্ঠান এ বিবাহের জন্য উপহার হিসেবে ৭জন মানবিক সহায়তা পেয়েছে।এদিন উন্নত পাঠদান শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আল-ফারুক ইনস্টিটিউট কে একটি ল্যাপটপ এবং প্রজেক্টর উপহার প্রদান করা হয়।এসময় বান্দরবান সেনা জোন এর উপঅধিনায়ক মেজর মাহমুদুল হাসান,রিজিয়ন এর জিএসও-টু মেজর শায়েখ উজ জামান,জিএসও-ত্রি ক্যাপ্টেন আব্দুল মান্নান সহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,সাম্প্রতিক সময়কালে ৬৬২ জন শিক্ষার্থীকে  একাদশ শ্রেনীর বই এবং দূর্গাপূজায় ১৪৪ পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!