ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় এর শিক্ষার্থীরা পেলো সেনা জোন এর শিক্ষা সহায়ক সামগ্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ নভেম্বর, ২০২৩ ৬:৪৪ : অপরাহ্ণ 523 Views

সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।বান্দরবান সেনা জোন এর আয়োজনে সোমবার (২০ নভেম্বর) ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় এর ১৫৯ শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।এসময় বান্দরবান সেনা জোন এর কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি এর পক্ষে ল্যাফটেনেন্ট আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেন।

ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এসময় উপস্থিত ছিলেন।সুয়ালক উচ্চবিদ্যালয়ের ৪৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরনের মধ্য দিয়ে এই মহতী কার্যক্রম এর শুভ সূচনা করা হয়।এরই ধারাবাহিকতায় গত রবিবার গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১৪১ জন শিক্ষার্থী কে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরন করা হয়েছে।সেনা জোন সুত্রে জানা যায়,বান্দরবান সেনা জোনের ১২ টি নিম্ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সহায়ক সামগ্রী বিতরন করা হবে।ধাপে ধাপে ২৭৪৯ জন শিক্ষার্থী উক্ত শিক্ষা সহায়ক সামগ্রী বিতরন করা হবে।

প্রসঙ্গত,শান্তিচুক্তির পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন,খাদ্য সমস্যা,মহামারি আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সেবা,দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই বিতরণ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে নিম্ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকে আরো গতিশীল ও অগ্রসর করার লক্ষ্যে বান্দরবান সেনা জোন দুর্গম পাহাড়ি ও দরিদ্র,অসহায় মাধ্যমিক পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।পর্যায়ক্রমে জেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর