দুর্গাপূজায় বান্দরবান জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০২৩ ৭:৩১ : অপরাহ্ণ 121 Views

আর কয়টা দিন পরই সারাদেশের ন্যায় বান্দরবান জেলাতেও শুরু হতে যাচ্ছে সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা।পূজার আনন্দ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বান্দরবান জেলা পুলিশ।বান্দরবান জেলায় ৩২টি পূজা মণ্ডপে ০৩ স্তরের নিরাপত্তা দিবে পুলিশ সদস্যরা।প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে।

এছাড়াও মোবাইল টিম,স্ট্রাইকিং ফোর্স এবং টাইগার টিম ক্রমান্বয়ে প্রতিটি পূজামণ্ডপে টহল দায়িত্ব পালন করবে।জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে।এর বাইরে আনসার সদস্যরাও নিরাপত্তা নিয়োজিত থাকবে।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো.রায়হান কাজেমী এক প্রেস বিজ্ঞপ্তি তে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,পুলিশ সুপার মো.সৈকত শাহীন এর সার্বিক তত্বাবধানে পুরো নিরাপত্তা ব্যাবস্তাটি সাজানো হয়েছে।পুলিশ সুপার সার্বক্ষণিক তদারকি ও পর্যবেক্ষণ করবেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এছাড়াও প্রতিদিনই পুলিশ সুপার মো.সৈকত শাহীন বিভিন্ন পূজামন্ডপের প্রস্তুত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!