প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছেঃ মন্ত্রী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০২৩ ৮:১৪ : অপরাহ্ণ 200 Views

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবানে মহিলা স্বেচ্ছাসেবী সমিতির মধ্যে সেলাই মেশিন,প্রশিক্ষণ ভাতা,সনদপত্র ও অনুদান বিতরণ করা হয়েছে।শনিবার (৯ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নারীদের প্রশিক্ষণ ভাতা,সার্টিফিকেট এবং অনুদানের চেক বিতরন করা হয়।জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)।

প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) বলেন, সরকার নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজকে নারীর উন্নয়ন অব্যাহত রয়েছে।সরকার প্রধান শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণেই আজকে নারীদের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সরকারীভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও ভাতা চালু করেছে।বিনামুল্যে সেলাই মেশিন প্রদান অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণকারী ১৮০ জন নারীকে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।এসময় ৪৫ জন নারীকে ১টি সেলাই মেশিন এবং আট লাখ পাঁচ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।এছাড়াও ২৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিতে বিতরণ করা হয়।বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসময়

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃশাহ আলম,পৌর মেয়র মো.সামসুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা,সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস সুলতানা,মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক আতিয়া চৌধুরী,প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!