এই মাত্র পাওয়া :

নবনির্মিত রাঙামাটি-রোয়াংছড়ি আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর


প্রকাশের সময় :২৫ আগস্ট, ২০২৩ ২:৫৫ : অপরাহ্ণ 491 Views

নেতা হলেই চলবেনা,সুশিক্ষায় শিক্ষিত মানবিক নেতা হতে হবে।নিজেদের কল্যানে নিজেদেরই এগিয়ে আসতে হবে।শুক্রবার (২৫ আগস্ট) নবনির্মিত রাঙামাটি-রোয়াংছড়ি আধুনিক বাস টার্মিনাল উদ্ধোধন কালে এমন কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় তিনি আরও বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার।

এ সরকারের আমলে পাহাড়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন হয়েছে।সরকার উন্নয়ন করলে হবে না,অবকাঠামো গড়ে তোলার চেয়ে রক্ষণাবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ।এর আগে মন্ত্রী বান্দরবান পৌরসভার রোয়াংছড়ি বাসষ্টেশন এলাকায় এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল উদ্বোধন এবং ৪০ লাখ টাকা ব্যয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এর সভাপতি আব্দুল কুদ্দুছ।

পূবালী-সুগন্ধা ও পাহাড়িকা বাস মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,বান্দরবান পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এর সাধারন সম্পাদক সুব্রত দাশ জন্টু,সুগন্ধা বাস মালিক সমিতি সাধারন সম্পাদক অমল কান্তি দাশ,পৌর কাউন্সিলর অজিত দাস,সুগন্ধা বাস মালিক পরিবহন নেতা জাফর আলম,মোটর মালিক সমিতি সভাপতি নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!