এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বান্দরবান সদর উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলো আরও ৫১ পরিবার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ আগস্ট, ২০২৩ ১২:১৭ : অপরাহ্ণ 434 Views

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক বান্দরবান পার্বত্য জেলায় চতুর্থ পর্যায় এর (২য় ধাপ) নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ আগস্ট) ভার্চুয়ালি গণভবন প্রান্ত থেকে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে উপহারের ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।বান্দরবান জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসন প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বান্দরবান সদর উপজেলায় ৪২ টি সেমিপাকা ঘর এবং ৯ টি মাচাং ঘর হস্তান্তর করা হয়েছে।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) অরুপ রতন সিংহ,সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস সুলতানাসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে জাতির শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট এর কালো রাতে শাহাদাৎ বরনকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,আগস্ট জাতির জন্য অত্যন্ত বেদনাবিধুর একটি সময়।৭৫ এর কালো রাতে আমরা আমাদের জাতির পিতা কে হারিয়েছি।তারপরও জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন শোক এর সময়ও ভড়মিহীন ও গৃহহীন জনসাধারনের মাঝে উপহারের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেছেন।এসময় বান্দরবানের জেলা প্রশাসক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত,এর আগে ২০২২ সালের ২১ জুলাই রোজ বৃহস্পতিবার বান্দরবান জেলায় গৃহ নির্মাণ এর তৃতীয় পর্যায়ের ২য় ধাপে জেলার ৫টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৭৪টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়।এর মধ্যে বান্দরবান সদর উপজেলায়-১০টি,লামায়-৩৬টি,আলীকদম-৫টি, রুমায়-১৪টি ও রোয়াংছড়ি উপজেলায় ৯টি সহ মোট ৭৪টি হস্তান্তর করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!