এই মাত্র পাওয়া :

এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হলেন চট্টগ্রাম চেম্বারের মাহবুবুল আলম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ আগস্ট, ২০২৩ ১:২৬ : পূর্বাহ্ণ 942 Views

২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই’র (দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এবারই প্রথম চট্টগ্রামের কোনো ব্যবসায়ী এফবিসিসিআই সভাপতি হলেন।বুধবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

নতুন জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতি আমিন হেলালী, তিনি বর্তমানে এফবিসিসিআই সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন- সুনামগঞ্জ চেম্বারের খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের আনোয়ার সাদাত সরকার ও বাংলাদেশ চেম্বারের যশোদা জীবন দেবনাথ।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশনের শমী কায়সার, মেইজ অ্যাসোসিয়েশনের রাশেদুল ইসলাম চৌধুরী (রনি) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মুনির হোসেন।

দীর্ঘ ৬ বছর পর সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই’র আংশিক নির্বাচন হয়। ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামে দুটি প্যানেল অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটযুদ্ধে অবতীর্ণ হয়। এতে সম্মিলিত পরিষদের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক পদে নির্বাচিত হন। বুধবার নির্বাচিত পরিচালক ভোট দিয়ে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ৬ জন সহসভাপতি নির্বাচন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর