বীর বাহাদুর এর বান্দরবানে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের প্রতিহত করা হবেঃ লক্ষীপদ দাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ মে, ২০২৩ ৭:০৯ : অপরাহ্ণ 550 Views

রাজশাহী মহানগর বিএনপি এর আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বান্দরবান এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ মে) বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্বর এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) লক্ষীপদ দাস বলেন,বাংলাদেশ যখন নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত দেশে রূপান্তরিত হচ্ছে ঠিক তখনই একটি চিহ্নিত মহল ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।

২০০৪ সালে ২১ অগাস্ট তারা ৭৫ এর মত একটি হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছে কিন্তু পারেনি৷ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মাঝে তাদের সেই ইচ্ছার প্রতিফলন নতুন করে উন্মুচিত হলো।আমাদের ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিরোধ করতে হবে।বিএনপি এর আগেও অনেকবার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে।কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি৷যে সংগঠনের জন্মই হয়েছে হত্যার রাজনীতি দিয়ে সেই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া প্রয়োজন।তবেই বাংলার মানুষ অপরাজনীতি থেকে মুক্তি পাবে।

এসময় তিনি বীর বাহাদুর এর বান্দরবানে বিএনপি জামায়াত শিবির এর সকল অপরাজনীতি প্রতিরোধ করার হুশিয়ারি উচ্চারন করেন।এসময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো.শফিকুর রহমান,একেএম জাহাঙ্গীর,ভারপ্রাপ্ত পৌর মেয়র সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,জেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্নাসহ যুবলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন এর বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর