বান্দরবানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রানের উৎসব মাহা সাংগ্রাই


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৪ এপ্রিল, ২০২৩ ৩:৩৩ : অপরাহ্ণ 154 Views

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব মাহাঃ সাংগ্রাইং পোয়ে।বৃহস্প‌তিবার (১৩ এপ্রিল) সকাল সা‌ড়ে ৮টায় রাজার মাট থেকে বান্দরবানের ক্ষুদ্র নৃ‌-গো‌ষ্ঠীর সাংস্কৃ‌তিক ইন‌স্টিটিউ‌ট, পার্বত্য জেলা পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয় ও বান্দরবান উৎসব উদযাপন প‌রিষ‌দের যৌথ আ‌য়োজ‌নে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ‌্যদি‌য়ে তিনদিন ব্যাপী এই সাংগ্রাই উৎসবের সূচনা করা হয়। এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে শোভাযাত্রার নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এমপি।এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধবাবে সকল ধর্মের সকল বর্ণের মানুষ কাঁধে কাধঁমিলিয়ে একমন একপ্রাণ হয়ে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্টার জন্য সকলকে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

সাংগ্রাই উপলক্ষে ‘আঁধা‌রের পহাড় আ‌লো‌কিত হ‌য়ে উঠুক শিক্ষার আ‌ল্রে গু‌ণে, উৎসব প‌রিণত হোক সক‌লের কল‌্যা‌ণে’ এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠ থে‌কে পাহা‌ড়ে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হ‌য়ে শহ‌রের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনসৃটিটিউটে এ‌সে শেষ হয়।

প‌রে বান্দরবানের ক্ষুদ্র নৃ‌-গো‌ষ্ঠীর সাংস্কৃ‌তিক ইন‌স্টিটিউ‌টের হলরু‌মে ব‌য়ো‌জ্যেষ্ঠ পূজায় অংশগ্রহন ক‌রেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, সা‌বেক জেলা প‌রিষ‌দ চেয়ারম‌্যান থোয়ইচা প্রু মাস্টার,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক লীলা মুরুং,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক ও জেলা প‌রিষদ সদস‌্য সিয়ং ম্রো,জেলা প‌ষিদ সদস‌্য ক‌্যসাপ্রু মারমা প্রমূখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!