চক্ষু চিকিৎসার নামে প্রতারণায় ভুয়া ডাক্তার গ্রেফতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২৩ ৮:২২ : অপরাহ্ণ 491 Views

বান্দরবানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে তাফহিমুল হোসাইন নামে এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের টাইগার এলাকার রোজ ভ্যালী রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাফহিমুল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরমপুর গ্রামে এরফান আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,অভিযুক্ত তাফহিমুল দীর্ঘদিন যাবৎ বান্দরবানের বিভিন্ন এলাকায় চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন।প্রচারপত্রে এবং প্রেসক্রিপশন প্যাডে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও চক্ষু বিশেষজ্ঞ পদবী ব্যবহার,অনুমতিহীন চক্ষু শিবির পরিচালনা,রোগীদের কাছ থেকে অর্থ আদায় এবং যে হাসপাতালে তারা কর্মরত নয় সে সব হাসপাতালের ঠিকানা ব্যবহার করে প্রচারণা চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরূপ রতন সিংহের আদালত শহরের টাইগার পাড়ার রোজভ্যালী রিসোর্ট এ অভিযান পরিচালনা করে।

এসময় ভূয়া চক্ষু চিকিৎসক তাফহিমুল এর সনদপত্র যাচাই বাছাই করা হলে সনদপত্র ভূয়া প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিএমডিসির ভূয়া সনদ বানিয়ে বিভিন্ন সময় চক্ষু ক্যাম্প করে টাকা প্রতারনা করে আসছিলেন বলে স্বীকার করেন।অভিযানে বান্দরবান সিভিল সার্জন এর প্রতিনিধি ডা.আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরূপ রতন সিংহ বলেন,অভিযোগের ভিত্তিতে আমরা টাইগার পাড়া এলাকা থেকে এক ভূয়া চক্ষু বিশেষজ্ঞকে গ্রেফতার করেছি।তিনি বিএমডিসির নিবন্ধনকৃত চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন চক্ষু ক্যাম্প করে সাধারণ রোগীদের সাথে প্রতারনা করে আসছিলো।পরে বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিলর আইন ২০১০ এর ২৮ (৩) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভূয়া চিকিৎসক তাফহিমুল হোসাইনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!