মুন্নি বড়ুয়ার একমাত্র সন্তান জেসিকা বড়ুয়ার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি


প্রকাশের সময় :২৯ জুলাই, ২০১৭ ৬:৩৫ : পূর্বাহ্ণ 853 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রুমা উপজেলার সড়ক পথের দলিয়ান পাড়া এলাকায় গত রোববার সড়কের উপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত মুন্নি বড়ুয়া’র একমাত্র সন্তান জেসিকা বড়ুয়ার পড়ালেখার দায়িত্ব নিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শুক্রবার দুপুরে জেলা শহরের বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মুন্নি বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া,সংঘ দান ও অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি শোকাহত পরিবারটিকে সমবেদনা জানান।এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর জেসিকা বড়ুয়াকে পাশে বসিয়ে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দেন এবং ভালো করে পড়ালেখা করে মায়ের স্বপ্ন পূরন করতে বলেন।এসময় মুন্নি বড়ুয়ার মা নীলিমা বড়ুয়া কান্নায় ভেঙ্গে পড়লে প্রতিমন্ত্রী তাকে সান্তনা দেন।মুন্নি বড়ুয়ার মা নীলিমা বড়ুয়া ও পিতা সুনিল বড়ুয়া,ভাই রাহুল বড়ুয়া ছোটন,বোন ববি বড়ুয়া,রুবি বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া,বোনের স্বামী করুণ বড়ুয়া,বিভূতি বড়ুয়া, অমর বড়ুয়া ভুলন ও সুজন দাশ,শীতল বড়ুয়া উপস্থিত ছিলেন।এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,সদস্য ফিলিপ ত্রিপুরা,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার মো.আলী হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,পৌর মেয়রের সহধর্মীনি কামরুন নেছা বেবী,ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দাশ উপস্থিত ছিলেন।
জেসিকা বড়ুয়ার পিতা অমর বড়ুয়া ভুলন বলেন,মন্ত্রী মহোদয় জেসিকার পড়ালেখা করানোর খরচ বহন করবে বলে বলেছেন এবং যেকোন সমস্যায় উনাকে জানানোর জন্য বলেছেন।উল্লখ করা যাচ্ছে যে,বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণীতে অধ্যায়নরত জেসিকাকে গত রোববার সকালে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে রুমার নিজ কর্মস্থলে যোগ দিতে যাওয়ার সময় এই দূর্ঘটনার শিকার হন রুমা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের অফিস সহকারী মুন্নি বড়ুয়া।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর