এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

হোপ-৯৮ এর পক্ষ থেকে প্রতিভাবান সঙ্গীত শিল্পী রাকেশ এর উন্নত চিকিৎসার্থে অর্থ সহায়তা প্রদান


প্রকাশের সময় :২৯ জুলাই, ২০১৭ ২:৪৬ : পূর্বাহ্ণ 856 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত প্রতিভাবান সংস্কৃতিকর্মী রাকেশের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ভালোবাসার হাত বাড়িয়ে দিলো বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত সামাজিক সংগঠন হোপ-৯৮।যাদের বেশিরভাগই বর্তমানে দেশ ও দেশের বাইরে সমাজের নানা স্তরে বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে দেশ ও মানব সেবায় নিয়োজিত।এখানে উল্লেখ করা যেতে পারে মূলত হোপ-৯৮ একটি সামাজিক সংগঠন যা বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ছাত্রদের নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম।তাঁরা কোনও প্রকারের পূর্ব ঘোষণা ব্যাতিরেকে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে রাকেশ এর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তহবিলটি সংগ্রহ করে।এরই ধারবাহিকতায় হোপ-৯৮ সদস্যরা গত ২০ থেকে ২৫ দিন ধরে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ এর মাধ্যমে রাকেশের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অর্থ সহায়তা সংগ্রহ করছিলো,যা শুধুমাত্র ৯৮ সালে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিলো এবং ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত একটি তহবিল ছিলো।তহবিল সংগ্রহের নেতৃত্বে ছিলেন বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের ৯৮ ব্যাচের অন্যতম শিক্ষার্থী সুমন পাল,এ্যাডঃইকবাল করিম,রিশু চৌধুরী,মনির আহম্মদ,আজাদ প্রমুখ।সংগৃহীত নগদ ৭৫ হাজার টাকা গতকাল শুক্রবার (২৮ জুলাই) রাত ৭ টায় অসুস্থ রাকেশের মা বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণা বিশ্বাস এর কাছে হস্তান্তর করা হয়।উত্তোলিত নগদ অর্থ হোপ-৯৮ এর পক্ষে হস্তান্তর করেন ৯৮ ব্যাচের শিক্ষার্থী সুমন পাল,এ্যাডঃইকবাল করিম,মামুনুর রশীদ,রিশু চৌধুরী ও মনির আহম্মদ,আজাদ প্রমুখ।এসময় তাঁরা রাকেশ এর পাশে বসে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।রাকেশের জন্য হোপ-৯৮ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ কাজের অন্যতম উদ্যোক্তা সুমন পাল জানান,রাকেশের জন্য দল-মত-ধর্ম নির্বিশেষে বান্দরবানের সর্বস্তরের মানুষ অকৃপণ হাতে সহায়তা করছেন।রাকেশকে আগষ্ট মাসে ভারতে নিয়ে যেতে হতে পারে।তখন তার চিকিৎসার প্রকৃত খরচ জানা যাবে।ততদিন পর্যন্ত সাময়িক চিকিৎসা চালানোর জন্যে এই অর্থগুলো কাজে লাগানো হবে।কেউ কেউ নিজেরা গিয়ে রাকেশের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন।ইচ্ছা ছিলো আমাদের ব্যাচ এর পক্ষ থেকে ৯৮ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করার কিন্তু নানা সীমাবদ্ধতার কারনে তা হয়ে উঠেনি।হোপ-৯৮ এর পক্ষে দেশ ও দেশের বাইরে থেকে যারা আর্থিক সহায়তা প্রদান করেছেন তাঁরা হলেন মনোজিৎ নাথ,জিয়াউল হক,সুমন তঞ্চঙ্গ্যা,তপন দাশ,মংসিং হাই,সালেকুজ্জামান,টিটু তঞ্চঙ্গ্যা,মোমেন, নজরুল ইসলাম টিটু,জয়নাল,দয়াময় তংচংগ্যা,তুষার কান্তি দেব নাথ,শৈমংসিং,এমরান,বিভাষ বড়ুয়া,শাহ নেওয়াজ চৌধুরী আরজু,হাসনাত ইমন,সুমন দত্ত,আবদুল হালিম পারভেজ,শাকিল,মোস্তাক,রাজু কর্মকার,রুবেল চৌধুরী,ঝিনুক,আশিষ চাকমা,সুকান্ত ভট্টচার্য,সুজন চৌধুরী সঞ্জয়,আরশাদ, রাশেদ,কামনাশীষ বড়ুয়া বিপ্লব,হাই সিং মং,একরাম উদ্দিন,মনির,উজ্জ্বল দাশ,মামুনর রশীদ,সুবিদ প্রকাশ,সুমন পাল,টিপু, ইছা,আলী হায়দার বাবলু,মঈনুর রহমান রাকিব, ডা:প্রত্যুষ পল ত্রিপুরা,আবুল কালাম,আন্দালিব মনি (ইটালি),আব্দুল্লাহ আল মামুন চৌধুরী,এ্যাডঃইকবাল করিম,আজাদ,কনক বড়ুয়া,রিশু চৌধুরী,নুরুল কবির,মেজর আব্দুর রহিম,এনাম প্রমুখ।উল্লেখ্য,গত ২১ জুলাই রাতে বান্দরবানের সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত শিল্পী কলাকুশলীরা রাকেশ এর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১ লাখ ৪০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেছিলেন।এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি আগষ্টের শেষে ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!