শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলতে শুরু হলো বাছাইকরণ কার্যক্রম


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২২ ৬:৫৩ : অপরাহ্ণ 235 Views

শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলতে বান্দরবানে শুরু হয়েছে বাছাইকরণ কার্যক্রম।বুধবার (৩০ নভেম্বর) সকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে এবং আইসিসির সহযোগিতায় শারীরিক পূর্নবাসন প্রোগ্রাম এর আওতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বাছাইকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ।

এসময় ইউনিট লেভেল অফিসার মো.মোশারেফ হোসেন,আইসিআরসি এর ফিজিওথেরাপিস্ট কাজী ইমদাদুল হক,চট্টগ্রাম সিআরপি হসপিটাল এর ফিজিওথেরাপিস্ট সালেহা ফজল,মো.ফখরুল ইসলামসহ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর স্বেচ্ছাসেবক এবং জেলা সদরের বিভিন্ন ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুলক কাজ অব্যাহত রয়েছে।রেড ক্রিসেন্ট সোসাইটি এর বান্দরবান ইউনিট প্রতিষ্ঠার পর থেকে বান্দরবানের গরীব ও অসহায়দের বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন,এই বাছাই কার্যক্রমের মধ্য দিয়ে বান্দরবানের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের একটি তালিকা তৈরি হবে আর তাদের চিকিৎসা সহায়তা ও সার্বিক সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে যাবে।

এসময় বিভিন্ন এলাকা থেকে আগত শারীরিক প্রতিবন্ধীদের পরীক্ষা নিরীক্ষা ও বাছাই কার্যক্রম শেষে তাদের বিভিন্ন পরামর্শ দেয়া হয় এবং শীঘ্রই বাছাইকৃত শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তা শুরু করার কথা জানান আয়োজকেরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!