নাইক্ষ্যংছড়িতে ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম শুরু


নাইক্ষ্যংছড়ি থেকে মো.আমিনুল ইসলাম প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৭ : অপরাহ্ণ 364 Views

খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতি প্রবনতা রোধকল্পে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে সাধারণ ক্রেতা ও টিসিবি কার্ডধারীদের মধ্যে ন্যায্যমূল্যে ওএমএস চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

“ওএমএস দোকানে চলো যাই-কম মূল্যে খাদ্য পাই”স্লোগানে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।

এসময় ইউএনও বলেন,বাজার দর স্থিতিশীল রাখার জন্য সারাদেশে ওএমএস ও টিসিবি খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সরকার ডিলারদের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছেন।এটি একটি জনবান্ধব কর্মসূচী এবং এই কর্মসূচীতে প্রতি কেজি ৩০টাকা দরে চাল কিনে সাধারণ মানুষ উপকৃত হবে।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো:সেলিম হেলালী,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র লীগের সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,ডিলার মো:আব্দুস সত্তার প্রমূখ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা খাদ্য কর্মকর্তা মো:সেলিম হেলালী জানান,ইউনিয়ন পর্যায়ে প্রতি কেজি ৩০ টাকা দরে ওএমএস,খাদ্যবান্ধব কর্মসূচীর মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম চলবে প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে ৫ দিন।এই কর্মসূচিতে ৩০ টাকা দরে ১৫০ টাকা দিয়ে ৫ কেজি চাল প্রদান করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!