বিশ্বাস ও শর্ত ভঙ্গের অভিযোগে বাতিল হলো সিএইচটি টাইমস ডটকম এর সাথে ই-কমার্স উদ্যোক্তা প্রতিষ্ঠান ট্যাক মাককির ভার্চুয়াল সমঝোতা


প্রেস বিজ্ঞপ্তি... প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২২ ৬:১১ : অপরাহ্ণ 403 Views

ই-কমার্স উদ্যোক্তা প্রতিষ্ঠান ট্যাক মাককির সাথে সিএইচটি টাইমস ডটকম এর নামে একটি ফ্যান পেজ ক্রয় বিক্রয় এর চুক্তি হয়।১৮ই জুলাই ভার্চুয়ালি এই চুক্তি টি সম্পন্ন হয়।পরবর্তীতে চুক্তির শর্তানুযায়ী ফ্যান পেইজটির সর্বমোট মূল্যের ৬০ শতাংশ সোনালী ব্যাংক এর বান্দরবান শাখা থেকে বিএফটিএন এর মাধ্যমে পরিশোধ করা হয়।

দুই পক্ষের শর্তানুযায়ী ই-কমার্স প্রতিষ্ঠান ট্যাক মাককির সিইও এবং ফাউন্ডার এমডি ওমর মাককি ফেসবুক এর নিয়মানুযায়ী ৭ দিনের ভেতর “ফালসাস মাককি” নামে একটি আইডি কে সিএইচটি টাইমস ডটকম নামে রুপান্তর করে সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ কে ফেসবুক এর ফ্যান পেজটির সবধরনের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তিনি তা বুঝিয়ে দিতে ব্যার্থ হয়েছেন।পরবর্তীতে তিনি পুনরায় ফেসবুক জটিলতার কথা বলে আরও ৭ দিন সময় নেন কিন্তু সেবারও তিনি ব্যর্থ হন।

এরই পরিপ্রেক্ষিতে ৭দিন অপেক্ষা করার পর পুনরায় ব্যর্থ হলে তাকে টাকা ফেরত দিতে বলা হয়।তিনি একাউন্ট নাম্বারসহ যাবতীয় তথ্য নিজেই চেয়ে নেন।কিন্তু এর আধা ঘন্টার ভেতরেই তিনি নতুন করে ফালসাস মাককি আইডি টি বাদ দিয়ে আরও একটি আইডি কোনও রকম অনুমতি না নিয়েই সিএইচটি টাইমস ডটকম এর নাম এবং লগো সহ একটি লিঙ্ক সিএইচটি টাইমস কতৃপক্ষ কে প্রদর্শন করেন।যেকারনে সন্দেহ সৃষ্টি হওয়ায় তাঁর পেইজটি কে পরীক্ষা করার জন্য ঢাকার ডিলাইট নামক একটি প্রতিষ্ঠান কে দায়িত্ব প্রদান করে সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ।

এই প্রতিষ্ঠান অর্থাৎ ডিলাইট ওমর মাককির দেয়া দুইটি পেইজ পরীক্ষা করে নিশ্চিত করেন প্রথম যে পেইজটি “ফালসাস মাককি” এই পেইজের ৯৭ শতাংশ ফলোয়ারই ছিলো নারী এবং ফেইক লাইকস এবং পরবর্তীতে আরও যে পেজটি দেয়া হয় সেটি একটি অটো লাইকস প্রাপ্ত পেইজ যেখা‌নে বাংলাদেশের ফলোয়ার ছিলো মাত্র ৩৪ শতাংশ।পরে সিএইচটি টাইমস ডটকম পুরো প্রক্রিয়া টি বাতিল করে দেয়।

পেজ এর আইডি লিঙ্ক এবং পেজ সেটিং এর স্ক্রিনশট সংযুক্ত করা হলোঃ- https://www.facebook.com/MentionDude

এছাড়াও ওমর মাককির সাথে মেসেঞ্জার এবং হোয়াটসএপে এই পেজ সংক্রান্ত বিষয়ে যেসব কথাবার্তা হয় তাঁর সকল বস্তুনিষ্ঠ প্রমাণ সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ এর কাছে সংরক্ষিত আছে।এমনকি এই পেজ এর নাম পরিবর্তন সংক্রান্ত ৪৮টি অডিও ক্লিপ সিএইচটি টাইমস ডটকম সংরক্ষণ রেখেছে।এবিষয়ে সিএইচটি টাইমস ডটকম এর ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,ভার্চুয়ালি কাজ করতে গিয়ে ওমর মাককির সাথে যোগাযোগ তবে সরাসরি সেভাবে চেনাজানা নাই।টাকা পাঠানোর সময় এনআইডি নিয়েছি।কিন্তু সে এমন কিছু করবে এমনটা ভাবতে পারিনি।তারপরও তাঁর সাথে আমার যাবতীয় কথোপকথন ফেসবুক-হোয়াটসএপ-মোবাইল ফোনে হয়েছিলো।তাঁর ফোন,ফেসবুক একাউন্ট এবং আমার ফোন ও ফেসবুক একাউন্ট পরীক্ষা করা হলে বুঝা যাবে আমাদের কোনও ভুল আছে কিনা।

পরবর্তীতে সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ ওমর মাককি’র কাছ থেকে টাকা ফেরত চায় কিন্তু তিনি নতুন করে পুনরায় বলা শুরু করে এভাবে হয় নাকি।এখন নাম পরিবর্তন করে ফেলার পর আমি আর্থিক ক্ষতির সম্মুখীন হবো।মানবিক বিবেচনায় পরে এই আইটি উদ্যোক্তা সিএইচটি টাইমস ডটকম কে পঞ্চাশ শতাংশ অর্থ ফেরত দেয়ার শর্তে বিষয়টি সমাধান হয়।

এসময় দুইটি আইডি রিমুভ করতে বলা হয় তখন ওমর মাককি মেসেঞ্জার বার্তায় (৫ আগস্ট) নিশ্চিত করেন পেজ এর নাম পরিবর্তনের জন্য আবেদন করে দিয়েছেন।রাতের ভেতর লগো সরিয়ে দিবেন।শুধু মাত্র নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত পেইজে নাম টা থাকবে তবে কোনও ধরনের নেতিবাচক কোনও কিছু নাহয় মতো তিনি খেয়াল রাখবেন বলেও নিশ্চিত করেন। 

এদিকে তিনি কয়েক দিনের ভেতর ৫০ শতাংশ অর্থ ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।সিএইচটি টাইমস ডটকম এর প্রধান অফিস সমন্বয়কারী কাওসার ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিযয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য,ই কমার্স উদ্যোক্তা এমডি ওমর মাককি ট্যাক মাককি,মাককি মার্ট,মাককি নামক একটি অনলাইন প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!