এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকীঃ নকআউট পর্বের ৪ খেলা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৭ আগস্ট, ২০২২ ১২:৪০ : পূর্বাহ্ণ 379 Views

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা শহরের রাজার মাঠে আয়োজিত ৮ দলীয় কাবাডি টুর্নামেন্টের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ আগস্ট) নকআউট পর্বের চারটি খেলা অনুষ্ঠিত হয়।

নকআউট পর্বে ক ও খ দুটি গ্রুপে বিভক্ত ৮টি দলের প্রথম চারটি খেলায় বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয় ৫ পয়েন্ট এর ব্যবধানে ডনবস্কো উচ্চবিদ্যালয়,বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় ৩ পয়েন্ট এর ব্যবধানে বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২১ পয়েন্ট এর ব্যবধানে সাঙ্গু উচ্চবিদ্যালয় এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ৪ পয়েন্ট এর ব্যবধানে ডলুপাড়া উচ্চবিদ্যালয় দলকে কে পরাজিত করে সেমিফাইনালে উর্ত্তীর্ণ হয়।

রবিবার (৭ জুলাই) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সকাল নয়টায় বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয় দল বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় এবং সকাল দশটায় দ্বিতীয় সেমিফাইনালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দলের মুখোমুখি হবে।পরে বিকেল সাড়ে তিনটায় ঐতিহ্যবাহী এই কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিম এর পুরস্কার বিতরন করবেন।

উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে বান্দরবানে কাবাডি প্রতিযোগিতা- ২০২২ এর আয়োজন করা হয়।বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কাবাডি টুর্নামেন্ট উপলক্ষে প্রাক প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন অনুশীলন করেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ টি দলের খেলোয়াড়রা।

এই টুর্নামেন্ট নিয়ে প্রকাশিত আরও সংবাদ পড়ুনঃ-https://www.chttimes.com/ক্রীড়াঙ্গণ/বীর-মুক্তিযোদ্ধা-শহীদ-ক্/

প্রসঙ্গত,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার (৫ আগস্ট)।তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।নির্মম ওই হত্যাকাণ্ডের প্রথম শিকার হন শহীদ শেখ কামাল।ঘাতক বজলুল হুদা স্টেনগানের গুলিতে তাকে হত্যা করে।

২০২১ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।সরকারের ‘ক’ শ্রেণিভুক্তি দিবস হিসেবে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর ‘শেখ কামালের জন্মবার্ষিকী’ রাষ্ট্রীয়ভাবে পালনের প্রজ্ঞাপন জারি করা হয়।দিবসটি যথাযথ মর্যাদায় পালনে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!