প্রকৃতি-পরিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৯ জুন, ২০২২ ৯:৫৬ : অপরাহ্ণ 263 Views

“প্রকৃতি-পরিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে সপ্তাহব্যাপী বনজ,ভেষজ ও ফলদ বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।শুক্রবার (১ জুলাই) এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান জেলা প্রশাসন,বনবিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন পর্বে সভাপতিত্ব করবেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা,পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম এবং পাল্পউড প্ল্যানটেশন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাহমুদুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমনটাই জানিয়েছেন মেলা আয়োজন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,চারা বিতরণ,বৃক্ষরোপন এর আয়োজন করেছে মেলা আয়োজন কমিটি-২০২২।এছাড়াও প্রধান অতিথি জেলা প্রশাসন চত্বরে আয়োজিত মেলায় অংশগ্রহণকারী স্টল পরিদর্শন করবেন।সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।মেলা আয়োজন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ।মেলা প্রসঙ্গে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মো.রফিকুল ইসলাম বলেন,মেলার সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে।কতগুলো স্টল অংশগ্রহণ করবে এটা এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানিনা। স্টল গুলোর জন্য একটি পৃথক কমিটি করা হয়েছে।

এবিষয়ে আয়োজন কমিটির নির্ভরযোগ্য একটি সুত্র সিএইচটি টাইমস ডটকমকে জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এবারও ধারণা করা হচ্ছে অর্ধশতাধিক স্টল এই মেলায় তাদের নিজস্ব বাগানে সৃজন করা কৃষি ফলমূল, চারাগাছ,উদ্ভাবিত কৃষি পণ্য নিয়ে বান্দরবান জেলার স্থানীয় ও বাইরের নার্সারি মালিকরা এই মেলায় অংশগ্রহণ করবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!