শিরোনাম: বৈরী আবহাওয়াঃ ভোটকেন্দ্রে ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা

ফারুক আহম্মদ এর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে সাড়ে ছয় লক্ষ টাকা মাছ নিধন


প্রকাশের সময় :১৫ জুলাই, ২০১৭ ৭:০৩ : অপরাহ্ণ 801 Views

মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-
বান্দরবান ২নং তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা দানেশ পাড়া এলকায় ফারুক আহম্মদ প্রকাশে (ফারুক কনট্রেক্টর) এর ০৫টি পুকুর মিলে বড় একটি মাছের মাছের প্রজেক্টে গত ১৩ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে কিছু মানুষ রুপি পশু ঐ প্রজেক্টে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির রুই,কাতলা,মৃগেল নালিটিকা ও পাঙ্গাস প্রভৃতি জাতের প্রায় ১১০ মন মাছ শত্রæতার বশবর্তি হয়ে মারিয়া ফেলে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬লক্ষ টাকার অধিক। প্রজেক্টের সত্তাধিকারী ফারুক আহম্মদ প্রকাশে (ফারুক কন্ট্রেক্টর) প্রতিবেদককে জানান,আমি বিগত ১৯ থেকে ২০ বৎসর যাবত সরকারকে নিয়মিতি আয়কর টেক্স প্রদান করে সরকারী বিধি নিয়ম মেনে একজন আদর্শ মৎস্য চাষী হিসেবে মাছের চাষ করে আসছি, বান্দরবানে শ্রেষ্ট মৎস্য চাষী হিসেবে নির্বাচিত হয়ে বর্তমান সরকার নিকট হইতে বেশ কয়েকবার পুুরুস্কার ও সনদ দিয়ে আমাকে সম্মানীত ও শীকৃতি প্রদান করেছে।আমি আমার জানা মতে কারো ক্ষতি করি নাই,যেতটুকু পারি উপকার করতে চেষ্টা করেছি।এই যাবত কেউ কোন দিন আমার মৎস্য চাষের উপর এত বড় আঘাত বা এত নিকৃষ্ট জঘন্য কাজ করতে পারবে আমি কোন দিন কল্পনা করতে পারি নাই।মানুষ এক জায়গায় বসবাস করলে হয়ত মতের মিল না হতে পারে,অথবা জীবনে চলার পথে আমি সকলের মনজয় করে চলতে না পারতে পারি?তাই বলে তারা আমার উপর এই ভাবে পশুর চেয়ে নিঃকৃষ্ট আচরণ করতে পারলো?তারাকি মানুষ মানুষের আচরণত এইরকম হতে পারে না,তাদের আচরণে পশুরাও লজ্ঝা পাবে।তিনি আরো জানান,আমার দৃঢ় বিশ্বাস বান্দরবান পৌরসভার ০৩ নং ওয়ার্ড কালাঘাটা এলাকার মোঃফোরকান (৩২) ও মোঃআরমান (২৭) উভয়ের সাথে আরো কয়েক জনের যোগসাজোশে এই জঘন্য শত্রæতামিতা কাজটি সম্পাদন করেছে।তারা পশুকে হার মানিয়েছে।তার কারণ হলো আমার প্রজেক্টের দক্ষিণ পশ্চিম পাশে প্রায় ০৪ একর বিশিষ্ট আর একটি মাছের প্রজেক্ট আছে।প্রজেক্টটি পুর্বে উক্ত ফোরকান বান্দরবান কেন্দ্রীয় মসজিদ কমিটির নিকট হইতে লীজ নিয়া মাছের চাষ করিয়াছিল।গত মে/২০১৭ মাসে অনুষ্টিত প্রকাশ্যে নিলাম অংশ গ্রহণ করিয়া ১৪২৪-২৫ বঙ্গাব্দ দুই বছরের জন্য আমি প্রজেক্টটি লীজ প্রাপ্ত হই।যার ফলে তাহারা আমার সাথে শত্রæতাভাব পোষন শরু করে।মাননীয় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহার উশৈসিং এমপি,বান্দরবানের জেলা প্রশাসক,পুলিশ সুপার,ব্রিগেড কমান্ডার সহ যথাযত কর্তৃপক্ষের নিকট আমার একান্ত অনুরোধ আপনারা এই অন্যায় ঘৃণ্যতম কাজের যথাযত ক্ষতিপুরুন ও অপরাধিদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন।তা না হলে পরবর্তিতে সমাজে আরো বেশী অরাজগতা দেখা দিবে,আইন-শৃংখলার চরম অবনতি ঘটবে।অপরাধিদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুণ যাতে তারা দ্বিতীয় বার এহেন ঘৃণ্য কাজ করা থেকে বিরত থাকে,এবং সমাজে এই রকম অপরাধ কেউ করার সাহস না করে।আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল,তাই বিষয়টি আইনের মাধ্যমে সুন্দর একটি সমাধানের আশা রাখছি।তাহলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!