এই মাত্র পাওয়া :

বান্দরবানে স্কাউটস লিডারদের নিয়ে দিনব্যাপি মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২২ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৬ জুন, ২০২২ ১২:২২ : পূর্বাহ্ণ 546 Views

বাংলাদেশ স্কাউটস,বান্দরবান জেলার বার্ষিক কর্মসূচি প্রনয়নের লক্ষ্যে স্কাউটস লিডারদের নিয়ে দিনব্যাপি মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ জুন) বান্দরবান সদর উপজেলা হলরুমে বাংলাদেশ স্কাউটস,বান্দরবান জেলার পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বান্দরবান সদর উপজেলা সভাপতি সাজিয়া আফরোজ।

এসময় বাংলাদেশ স্কাউটস,বান্দরবান জেলার কমিশনার সীমা দাস,জেলা স্কাউটস এর সহসভাপতি সম্পদ বড়ুয়া,জেলার সম্পাদক মো.মিজানুর রহমান,যুগ্ম সম্পাদক সোহেল আজাদ,উডব্যাজার মেনি প্রু,মো.জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় ওয়ার্কশপে জেলা স্কাউটসের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা ছাড়াও গত অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রম মূল্যায়ন এবং ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।উল্লেখ্য,স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু,কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক,নৈতিক,বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার,সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।স্কাউট কার্যক্রমে কতকগুলি বিশেষ বৈশিষ্ট্য লক্ষণীয় যেমন হাতেকলমে কাজ শেখা; ছোট-দল পদ্ধতিতে কাজ করা;ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান;মুক্তাঙ্গনে কাজ সম্পাদন,তিন আঙ্গুলে সালাম ও ডান হাত করমর্দন,স্কাউট পোশাক,স্কার্ফ ও ব্যাজ পরিধান এবং সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলা।স্কাউটদেরকে আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারে অনুশীলন,প্রতিজ্ঞাপাঠ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনে সদস্য হতে হয়।স্কাউটদের মটো বা মুলমন্ত্র হচ্ছে কাব-যথাসাধ্য চেষ্ট করা;স্কাউট-সদা প্রস্তুত এবং রোভার- সেবাদান।স্কাউট কার্যক্রমে রয়েছে সাপ্তাহিক ক্লাশ,ক্যাম্প ও হাইকিং,কমডেকা এবং বড় সমাবেশ যথা ক্যাম্পুরি (কাবদের),জাম্বুরি (স্কাউটদের) ও মুট (রোভারদের) আয়োজন করা হয়ে থাকে জাতীয়, আঞ্চলিক,জেলা বা উপজেলা পর্যায়ে যা বিশ্ব স্কাউট সংস্থাও তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজন করে থাকে।

প্রসঙ্গত,বিভিন্ন স্তরবিশিষ্ট ট্রেনিংয়ের মাধ্যমে স্কাউটদেরকে আত্মমর্যাদা সম্পন্ন সৎ,চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ণ,সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে।বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর