ধর্ষণ চেষ্টাঃ চেয়ারম্যান জসিমসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৪ মে, ২০২২ ৩:৩৯ : অপরাহ্ণ 580 Views

লামা উপজেলার আজিজ নগরের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল।গত সোমবার দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচার (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ জারি করেন।

 

আদেশে চেয়ারম্যান জসিম উদ্দিন (৪৮),মোস্তাক আহম্মদ (৩৫) ও সাইফুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদেশ প্রদান করেন বিচারক।জানা গেছে, বান্দরবান লামা উপজেলায় ইয়াছমিন আক্তার নামে এক মহিলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে গত ৩০ আগস্ট’২০২১ সালে মামলা দায়ের করেন।মামলার তদন্ত কার্যক্রম শেষে অভিযোগের সত্যতা পায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল।পরে আদালত গ্রেফতারি আজিজনগরের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

বাদী পক্ষের আইনজীবী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন জবাবদিহি কে জানান,ওই নারীর অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ার কারণে অভিযোগকারী আদালতে হাজির হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ও কঠিন শাস্তি নিশ্চিত করার আবেদন জানান।পরে বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর