এই মাত্র পাওয়া :

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র অভিনন্দন ও শুভেচ্ছা উপহার পেলেন দেশের হয়ে স্বর্ণজয়ী রামহিম বম


অনুলেখকঃ- লুৎফুর রহমান (উজ্জ্বল) প্রকাশের সময় :২৩ মে, ২০২২ ৩:৫২ : অপরাহ্ণ 694 Views

বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাউথ এশিয়ান টেবিল টেনিস যুবদলের স্বর্ণজয়ী এবং বাংলাদেশ জাতীয় দলের দলগত স্বর্ণজয়ী দলের অন্যতম সদস্য রামহিম লিয়ান বম।এসময় জেলা প্রশাসক রামহিম লিয়ান বম এর এই কৃতিত্বপূর্ণ স্বর্ণ জয়কে বান্দরবানের ক্রীড়াঙ্গনে অনেক বড় একটি সাফল্য হিসেবে অভিহিত করে সাফল্যের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।এসময় জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে স্বর্ণজয়ী রামহিম কে সাফল্যের উপহার হিসেবে বিশেষ প্রাইজমানি উপহার হিসেবে ১০ হাজার টাকা তুলে দেন এবং অভিনন্দন জানান।পাশাপাশি তিনি রামহিম কে যেকোনও সমস্যা নিয়ে সরাসরি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে আহবান জানান।সোমবার (২৩ মে) দুপুরে অনেকটা আকস্মিকভাবে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বান্দরবানের কৃতী এই স্বর্ণজয়ী রামহিম লিয়াম বম।এসময় রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.কায়েসুর রহমান,জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য থুইচিং প্রু লুবু উপস্থিত ছিলেন। উল্লেখ্য,বান্দরবানের আলোকিত এই টেবিল টেনিস স্বর্ণজয়ী রামহিম লিয়ান বম রুমা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যে সুপরিচিত এবং দেশখ্যাত বগালেক এলাকার বাসিন্দা।মালদ্বীপের মালে শহরে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট এর ৫ সদস্য নিয়ে গঠিত বাংলাদেশ যুব টেবিল টেনিস দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ইভেন্টটিতে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন রামহিম লিয়াম বম।প্রসঙ্গত,এবারই প্রথমবারের মতো সাউথ এশিয়ান যুবদল এর খেলোয়াড়রা টেবিল টেনিসে স্বর্ণ জিতলো এবং একইসঙ্গে টেবিল টেনিস এর এশিয়ান চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলো।প্রথম খেলায় পাকিস্তান কে ৩-০ সেট,দ্বিতীয় খেলায় স্বাগতিক মালদ্বিপকে ৩-১ সেট,তৃতীয় খেলায় নেপালকে ৩-২ সেট এবং ফাইনাল খেলায় শক্তিশালী শ্রীলঙ্কা কে ৩-২ সেটে পরাজিত করে বাংলাদেশের যুব টেবিল টেনিস দলের খেলোয়াড়রা।ইতিপুর্বে টেবিল টেনিসে দলগত ইভেন্টে ব্রোঞ্চ পদকই ছিলো সর্বোচ্চ সাফল্য।গত ৭ মে বাংলাদেশ টেবিল টেনিস দল (যুব) মালদ্বিপ গমন করে এবং ১০ মে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল শ্রীলঙ্কার খেলোয়াড়দের পরাজিত করে দেশের ক্রীড়াঙ্গনকে স্বর্ণ সাফল্য উপহার দেয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর