এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নবজাতকের মৃত্যুতে তুলকালামঃ খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে গেলেন জেলা প্রশাসক


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২২ ৫:৩৪ : পূর্বাহ্ণ 386 Views

বান্দরবান সদর হাসপাতালে ভুল সিজারে ১ দিনের নবজাতক শিশুর মৃত্যুতে তুলকালাম সৃষ্টি হয়েছে।প্রাথমিকভাবে জানা যায় সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারিয়ান অবস্থায় চিকিৎসকের ভুলের কারনে সিজার চলাকালীন সময় নবজাতক শিশুর মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে বলে অভিযোগ চিকিৎসক এবং হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলেন মৃত নবজাতক শিশুর স্বজনরা।এবিষয়ে স্বজনদের দাবি গত মঙ্গলবার (২৬ এপ্রিল) জেলা সদরের হাফেজ গোনা,৮নং ওয়ার্ডের বাসিন্দা প্রসুতি মা পিংকি (১৯) কে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।ভর্তির পর কয়েক দফা স্বাভাবিক প্রসব করার জন্য চেস্টাও করেছেন কর্তব্যরত ডাক্তার।স্বাভাবিক প্রসব না হওয়ায় বুধবার (২৭ এপ্রিল) রাত ৯টায় অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসবের জন্য প্রসুতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।অপারেশনের পর অপারেশনের দায়িত্বে থাকা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও গাইনি বিভাগের ডা.চিম্রাসাং মারমা প্রসুতির পেটের নবজাতক শিশুটিকে মৃত বলে স্বজনদের জানান এবং ব্যান্ডেজরত অবস্থায় শিশুটিকে তাঁর আত্মীয় স্বজনের কোলে তুলে দেন।শিশুর স্বজনরা মৃত নবজাতক শিশুটিকে কোলে নেয়ার পর তার বাম চোখের উপরে কপালে কাটাছেড়া দেখতে পেয়ে শিশুটি আঘাত কিভাবে পেলো তা নিয়ে প্রশ্ন তুলেন।তাদের দাবি অপারেশনের সময় দায়িত্বহীনতার কারনেই নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে।এ ঘটনার পরপরই সদর হাসপাতালে নবজাতকের পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হাসপাতালে জড়ো হতে থাকে।মৃত নবজাতকের পিতা মাহাবুব আলম বলেন,চিকিৎসকের ভুলের কারনেই আমার সন্তানের মৃত্যু হয়েছে।এটি দুর্ঘটনা নয়,এটি একটি হত্যা।এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে জেলা শহরে শুরু হয় তুলকালাম।হাসপাতালে ভীড় শুরু করে নবজাতক শিশুর আত্মীয় স্বজন।এমন পরিস্থিতিতে নবজাতক শিশুর মৃত্যুর খবরটি বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন তিবরীজির নজরে আসে এবং তিনি তাৎক্ষণিক বান্দরবান সদর হাসপাতালে ছুটে যান।এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।জেলা প্রশাসক মৃত নবজাতকের বাবাসহ স্বজনদের সাথে কথা বলেন।এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও নবজাতক শিশুর পরিবারের পরষ্পরইিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক পুরো বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত টিম গঠন করা হবে বলে জানান।তিনি বলেন,তদন্ত টিমের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে এবং যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে।এসময় সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী,আবাসিক মেডিকেল অফিসার ডা.জিয়াউল হায়দারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনেক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।হাসপাতালের নির্ভরযোগ্য একটি সুত্র সিএইচটি টাইমস ডটকমকে জানায়, অন্তঃসত্ত্বা পিংকি বেগম (১৯) কে নরমাল ডেলিভারির জন্য সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয় কিন্তু কয়েক বার চেষ্টা করেও নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করতে না পারায় জরায়ুর মুখ কেটে ফরসেপ নামক বিশেষ একটি যন্ত্রের সাহায্যে নবজাতক শিশুর মাথায় লাগিয়ে শিশুটিকে টেনে বের করে আনতে গিয়ে নবজাতক শিশুটি আহত হয় এবং পরবর্তীতে নবজাতক শিশুটি মারা যায়।নবজাতক শিশুটির আত্মীয়-স্বজনদের দাবি ডাক্তার এবং নার্সদের ভুল সিদ্ধান্তের কারণেই নবজাতক শিশুটির মৃত্যু ঘটেছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে নবজাতক শিশুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে।নবজাতক শিশুটির মা বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি আছেন এবং নবজাতক শিশুর লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!