

চট্টগ্রাম মেডিকেল কলেজের উপ-পরিচালক পদে পদোন্নীত পাওয়ায় বান্দরবানের সাবেক সিভিল সার্জন ডা.অংসুই মার্মা এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।একই অনুষ্ঠান বান্দরবান জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দীর বরণ সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পর্ষদের উদ্যোগে হিলভিউ হাসপাতাল কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।হাসপাতালের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এবং বান্দরবান জেলা আইনজীবি সমিতির সভাপতি আলহাজ্ব এড.মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.অং চা লু,আইসিডিডিআরবি”র গবেষণা কর্মকর্তা ডা.চিং শোয়ে প্রু বাচিং, রোয়াংছড়ির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মং হ্লা প্রু,সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সা সুই চিং মারমা প্রমুখ।অনুষ্ঠানে নবাগত সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী বলেন,সকলের সহযোগিতা নিয়ে বান্দরবানের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।তিনি বলেন,নতুন স্থান মানেই নতুন কিছু শেখা।আশা করছি সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা নিয়ে বান্দরবান জেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো।যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনে আমি সবার সহযোগিতা কামনা করছি।অনুষ্ঠানের সভাপতি হিলভিউ হাসপাতালের চেয়ারম্যান এ্যাডভোকেট মো.আবুল কালাম বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সর্বোপরি পারস্পরিক সহযোগিতা নিয়েই বান্দরবান জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং সেবা খাতটিকে এগিয়ে নিতে হবে।জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলে সততার সাথে নিজ নিজ জায়গা থেকে উদার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে।হিলভিউ হাসপাতালও এই নীতিকে ধারণ করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।