এই মাত্র পাওয়া :

বান্দরবানে পুলিশের ঘর পাচ্ছে ৭ হতদরিদ্র পরিবার


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০২২ ৩:১৫ : অপরাহ্ণ 386 Views

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ এপ্রিল) সকালে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত মহতী এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধন অনুষ্ঠানে সারাদেশের ৭৩০ টি প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।এরই অংশ হিসেবে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম পুলিশ লাইনস প্রান্ত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভিভিও কনফারেন্সে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।পুলিশ সুপার (ইনসার্ভিস) ওয়াহিদুল চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে হতদরিদ্র পরিবারের জন্য পুলিশের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ করে দেয়ার জন্য যাচাই বাছাই শেষে ৭ থানার ৭ টি হতদরিদ্র পরিবারকে মনোনিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম।তিনি বলেন,মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর আওতায় পুলিশি সেবা নিশ্চিত করা হবে।তিনি আরও জনান, বাংলাদেশ পুলিশের এই উদ্যোগ ও প্রকল্প বাংলাদেশে গণমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে অনন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।প্রসঙ্গত,পুলিশের এই কর্মসূচির আওতায় ৫১৯টি থানা এলাকায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হচ্ছে।৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।গৃহহীন পরিবার বাছাইয়ের ক্ষেত্রে বিধবা,স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম,অতিবৃদ্ধ ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন পরিবার অথবা অসহায় মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর