শপথ নিলেন বান্দরবান সদরের ৩৭ ইউপি সদস্য


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২২ ৫:১২ : অপরাহ্ণ 526 Views

৭ম ধাপে বান্দরবান সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবিলা,বান্দরবান সদর (রেইচা) ও জামছড়ি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করান বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান য়ইসা মার্মা।এসময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে শপথ গ্রহণ করা নবনির্বাচিত সকল ইউপি সদস্যকে জনবান্ধব ও কার্যকর জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার আহবান জানান।পাশাপাশি এসময় তিনি জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে নির্বাচিত ৩৭ জন ইউপি সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।উল্লেখ্য,টংকাবতী ইউনিয়নের একটি সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় পুনরায় নির্বাচন হয় এবং এই নির্বাচনে ইউপি সদস্য একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!