লামায় মিথ্যা স্বাক্ষী দেয়ার অভিযোগে জেল হাজতে প্রেরণ করা হলো ১ নারীকে


প্রকাশের সময় :৪ জুলাই, ২০১৭ ১২:১৭ : পূর্বাহ্ণ 551 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আদালতে মিথ্যা স্বাক্ষী দেয়ায় মামলার স্বাক্ষীকে ৭ দিনের জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।সোমবার লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাদী পক্ষের হয়ে মিথ্যা স্বাক্ষী দেয়ার কালে তা প্রমাণিত হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। অভিযুক্ত শাহনাজ আক্তার (৪২) লামার শিলের তুয়া এলাকার আকবর আহমদ এর স্ত্রী।জানা গেছে,সোমবার নন.জি.আর মামলা নং ১০/১৬ এর স্বাক্ষী গ্রহণ করেন লামা বিজ্ঞ আদালত।হুমকি দমকি বিষয়ে ২০১৬ সালে লামার শিলের তুয়া এলাকার মোঃগোলাম মোস্তফা বাদী হয়ে এই মামলাটি করে।মামলার স্বাক্ষী শাহনাজ আক্তার আদালতে স্বাক্ষী প্রদান কালে সে তার মা,বোন কে অস্বীকার এবং তাদের সহিত সম্পর্ক গোপন করে।বিষয়টি আদালতের কাছে প্রমাণিত হলে আদালত তাকে ৭ দিনের জেল হাজতে প্রেরণ করে।সাজার কথা শুনে শাহনাজ আক্তার জ্ঞান হারিয়ে ফেললে তাকে পুলিশি পাহারায় লামা হাসপাতালে ভর্তি করে।স্বাক্ষীকে জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করে লামা কোর্টের সি.এস.আই আমির হোসেন জানান,নন.জি.আর মামলা ১০/১৬ এর পরিচালনা কালে আদালত ও রাষ্ট্রপক্ষ মিথ্যা স্বাক্ষ্য প্রদানের বিষয়টি নিশ্চিত হয়।তাই বিজ্ঞ আদালত তাকে এই সাজা শুনান।পরবর্তীতে সাজার পরিমাণ বাড়তে পারে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

error: কি ব্যাপার মামা !!