বান্দরবানে জেলা প্রশাসকের মানবিক উদ্যোগঃ প্রতি বুধবার হবে গণশুনানি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৪:০৬ : অপরাহ্ণ 902 Views

বান্দরবানে বসবাসরত নাগরিকদের নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হয়েছে।নাগরিক সেবা বাড়ানোর লক্ষ্য নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নিজ উদ্যোগে প্রতি বুধবার এই গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন।সপ্তাহের প্রতি বুধবার বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবানে বসবাসরত নাগরিকদের নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হবে।বুধবার (২৩ ফেব্রুয়ারি) এই আয়োজনের প্রথম শুনানি তে উপস্থিত হয়ে সাধারণ নাগরিকদের সাথে কথা বলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।শুনানিতে স্থানীয় নাগরিকগণ সরাসরি জেলা প্রশাসকের সামনে তাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন।এসময় জেলা প্রশাসক আইন,বিধিমালা এবং সিটিজেন চার্টার অনুযায়ী সংশ্লিষ্ট নাগরিকদের প্রতিকার প্রদানে দিকনির্দেশনা প্রদান করেন।এবিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বলেন, প্রতিদিন জেলা প্রশাসকের সাথে অসংখ্য মানুষ সাক্ষাৎ করেন।নিয়মিত কাজের পাশাপাশি অত্যন্ত ধৈর্য্য সহকারে জেলা প্রশাসক তাদের কথা শুনে সন্তোষজনক সমাধান ও প্রতিকার প্রদানের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন।সকল কাজের বাইরে সপ্তাহের প্রতি বুধবারের দিনটিকে শুধুই স্থানীয় জনগণের হবে এমন একটি উদ্দেশ্য নিয়ে জেলা প্রশাসক নিজ উদ্যোগে এই গণশুনানির আয়োজন করেছেন।সপ্তাহে প্রতি বুধবার জেলা প্রশাসকের গণশুনানি আয়োজন কে স্বাগত জানিয়েছেন বান্দরবান দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর বান্দরবান জেলা সভাপতি অংচ মং মার্মা।তিনি বলেন,বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বরাবরই নাগরিকদের সুবিধা অসুবিধার বিষয়গুলো সবসময় গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে কাজ করছেন।গণশুনানির এই আয়োজন জনগণের সেবার প্রাপ্তি সহজ করবে এবং জনগণ সরাসরি উপকৃত হবে।গণশুনানির এই আয়োজন কে তিনি এককথায় জেলা প্রশাসকের প্রশংসনীয় একটি মানবিক উদ্যোগ বলে মন্তব্য করেন।প্রসঙ্গত,প্রতিদিনই জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয়ে সাক্ষাৎ করে নাগরিকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।এই সুযোগের পাশাপাশি স্থানীয় নাগরিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি মানবিক দৃষ্টিকোণ থেকে সাধারণ নাগরিকদের সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় রেখে কার্যকরী এই প্ল্যাটফর্মটির ব্যবস্থা করেছেন।নাগরিক সেবা প্রদানকে গতিশীল করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ জনসেবা প্রদান করাই বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির মূল উদ্দেশ্য বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সুত্র।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!