

বান্দরবানের থানচি তে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে থানচি উপজেলা প্রশাসন।সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।থানচি উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মার্মা।আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ,অফিসার ইনচার্জ সুদীপ রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আলোচনা সভার সভাপতি ইউএনও থানচি বলেন,ভাষা সৈনিকদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি।বায়ান্নর ভাষা আন্দোলনে যদি ভাষা সৈনিকেরা ঝাঁপিয়ে না পড়তেন,তাহলে আমাদের উর্দু ভাষাতেই কথা বলতে হতো।বায়ান্নর বাংলা ভাষার অধিকার থেকেই আমরা একাত্তরে স্বাধীনতার স্বাদ পেয়েছি।বায়ান্নর বাংলা ভাষার অধিকার থেকেই আমরা একাত্তরে পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।বিশ্ব মানচিত্রে উদিত হয়েছে লাল সবুজের গৌরবোজ্জ্বল পতাকা।আলোচনার শেষ পর্যায়ে দিবসের তাৎপর্য নিয়ে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী দুটি বিভাগের ৬জন শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দেয়ার পাশাপাশি ভাষা শহিদদের স্মরণে গভীর শ্রদ্ধার সাথে নিরবতা পালনসহ তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।