বান্দরবানে পুলিশের মানবিক সহায়তাঃ শীতবস্ত্র পেলো শীতার্তরা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০২২ ৪:১০ : অপরাহ্ণ 454 Views

পুলিশের পাশাপাশি করোনা প্রতিরোধে বান্দরবান জেলায় কর্মরত সকল সাংবাদিককে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করার আহবান জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)।সোমবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে গরীব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণের একটি সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন আহবান জানান বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)।পুলিশ সুপার বলেন,প্রতিবছরই শীত আসলে গরীব ও অসহায়দের কথা বিবেচনা করে বান্দরবান জেলা পুলিশ শীতবস্ত্র বিতরণ করে।এসময় করোনা রোগী বাড়ছে উল্লেখ করে তিনি বলেন,দিন দিন বান্দরবানে করোনা রোগী বাড়ছে আর আমাদের অনেকেই এখনও সচেতন নয়।বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে অনেকেই মুখে মাস্ক ব্যবহার না করার প্রবণতা দেখা যাচ্ছে।এসময় পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম) পুলিশের পাশাপাশি জেলায় কর্মরত সকল সাংবাদিককে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আহবান জানান।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল (পিপিএম-সেবা),সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম (বিপিএম),জেলা গোয়ান্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান,বান্দরবান সদর থানার উপ পরিদর্শক মিঠুন সিংহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,২০২২ সালের প্রথমদিন অর্থাৎ গত ১ জানুয়ারিতেও বান্দরবান জেলা পুলিশ অসহায় গরীব জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে।বান্দরবানের সর্বমহলে যা প্রশংসিত হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর