বান্দরবান সদর উপজেলার ৩ ইউপি নির্বাচনে আওয়ামীলীগ-১, স্বতন্ত্র-২


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২২ ১০:২২ : অপরাহ্ণ 195 Views

৫ম ধাপে বান্দরবান সদর উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।সদর উপজেলার ৩টি ইউনিয়নের ১টিতে আওয়ামীলীগ ও ২টিতে সতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে,এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা।বেসরকারী ফলাফলে প্রাপ্ত বিজয়ী প্রার্থীরা হলেন বান্দরবানের কুহালং ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মংপু মার্মা,সুয়ালক ইউনিয়নে আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী উক্যনু মার্মা এবং টংকাবতী ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে সতন্ত্র প্রার্থী মাংয়ং ম্রো (প্রদীপ)। বুধবার (৫জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলা এই নির্বাচনে নারী পুরুষের দীর্ঘ লাইন ও সরব উপস্থিতি ছিল,আইন শৃঙ্খলা বাহিনী,নির্বাচনী কর্মকর্তা নিরপেক্ষ দায়িত্ব পালনের কারনে এলাকার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।বান্দরবানের রিটার্নিং অফিসার পরান্টু চাকমা জানান,এবারে কুহালং ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মংপু মার্মা ৪১২৪ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছে আর তার নিকটতম প্রতিদন্ধী সতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে ক্যসিং অং মার্মা পেয়েছে ২৩৭৭ ভোট।সুয়ালক ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে সতন্ত্র প্রার্থী উক্যনু মার্মা ৩৩৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছে আর নিকটতম প্রতিদন্ধী নৌকা প্রতীক নিয়ে মংমংনু মার্মা পেয়েছে ২৮৩৯ ভোট।অপরদিকে টংকাবতী ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী মাংয়ং ম্রো (প্রদীপ) ১৪২২ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছে,তার নিটকতম প্রতিদন্ধী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্লুকান ম্রো পেয়েছে ৯১৬ ভোট এবং আনারস প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী মেনক্রুং ম্রো পেয়েছে ৮৫৮ ভোট।বান্দরবান জেলা নির্বাচন অফিসের তথ্যমতে এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের কুহালং,টংকাবতী ও সুয়ালকের ৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন,সংরক্ষিত আসনে ২৫জন এবং সাধারণ সদস্য পদে ৭৩ জন অংশগ্রহণ করেছে আর ৩ ইউনিয়নে ২০ হাজার ১৫ জন ভোটার রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!