বছরের প্রথম দিনেই শীতবস্ত্র বিতরণ করলো বান্দরবান জেলা পুলিশ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২২ ৫:০৮ : অপরাহ্ণ 178 Views

জনগণের জানমাল নিরাপদ ও সুরক্ষিত রাখা এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথেও বান্দরবান জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)।বছরের শুরুতেই শনিবার (১ জানুয়ারী) সকালে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন কথা বলেন,পুলিশ সুপার বান্দরবান।তিনি বলেন,দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীতেও সততা এবং নিষ্ঠার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকান্ড পরিচালনার মধ্য দিয়ে সমাজের অসহায় দরিদ্র জনসাধারণের পাশে থাকবে বান্দরবান জেলা পুলিশ।এসময় দুঃস্থ ও অসহায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো.নাজিম উদ্দিন,সদর থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলামসহ বান্দরবান জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,মানবিক সহায়তা করার জন্য জেলা পুলিশের সরকারি কোনও বরাদ্দ নাই।বান্দরবান জেলা পুলিশ সদস্যরা নিজেদের বেতনের টাকায় শীতার্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!