সাঙ্গু নদীতে ডুবে নিখোঁজ পর্যটক দুই ভাইবোনের মরদেহ উদ্ধার


আকাশ মার্মা মংসিং (নিজস্ব সংবাদদাতা) বান্দরবান প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২১ ৫:১৪ : অপরাহ্ণ 456 Views

বান্দরবানের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের বাধরা ঝর্ণার পা‌শে সাঙ্গু নদীতে ডুবে নিখোঁজ পর্যটক আহনাফ আকিবের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় আকিবের মরহেদ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।আকিব আদনান ব্র্যাক ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র।এর আগে শনিবার সকাল সাড়ে নয়টায় আকিবের ছোটবোন আদনিনের (১৬) লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম।আহনাফ আকিব ও আদ‌নিন নারায়ণগ‌ঞ্জের ফতুল্লার জ‌হিরুল ইসলা‌মের সন্তান।দুই সন্তানের নিখোঁজের খবরে ফতুল্লা থেকে ছুটে আসেন মা সাইদা শিউলী ও মামা শামীম।পুলিশ ও স্থানীয়রা জানান,বান্দরবা‌ন থেকে ১০ পর্যটক নৌকা‌তে ক‌রে সাঙ্গু নদীপথে বেতছড়ায় বেড়া‌তে আসেন।এ সময় বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদী‌তে গোসল করতে নামলে আট জন স্রোতে ভেসে যান।স্থানীয়রা ছয় জন‌কে জী‌বিত উদ্ধার করে।এরমধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারিয়া ইসলাম (১৯) নামে একজনের মৃত্যু হয়।ঘটনার পরপরই গত শুক্রবার পু‌লিশ,সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ভাই-বোনকে উদ্ধারে কাজ শুরু ক‌রে।কিন্তু দুর্গম এলাকা ও পানি অত্যধিক ঠান্ডা হওয়ায় রাত ৮টার পর উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়।পরে শ‌নিবার (২৫ ডিসেম্বর) সকা‌লে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।বান্দরবানের রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো.মান্নান জানান,২১ ঘন্টার দীর্ঘ অভিযান শেষে নি‌খোঁজ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের পরিবারকে দ্রুত লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!